সোমবার ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

সংবাদ শিরোনামঃ

দিনাজপুর সদরের আস্করপুর ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান ও সদস্যদের দায়িত্বভার গ্রহণ অনুষ্ঠান সম্পন্ন

আপডেটঃ ১:০১ অপরাহ্ণ | মার্চ ১৫, ২০২২

নিউজ ডেস্কঃ

দিনাজপুর প্রতিনিধি:- দিনাজপুর সদর উপজেলার ৯নং আস্করপুর ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান ও সদস্য-সদস্যাদের দায়িত্বভার গ্রহণ, বরণ এবং বিদায়ী পরিষদের বিদায় অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।সোমবার (১৪ মার্চ) সকালে বোডেরহাটস্থ ইউনিয়ন পরিষদ মাঠে আয়োজিত দায়িত্বভার গ্রহণ, বরণ ও বিদায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদায়ী চেয়ারম্যান মোঃ জিয়াউর রহমান জিয়া।অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন নবনির্বাচিত চেয়ারম্যান (চতুর্থবার নির্বাচিত) আলহাজ¦ মোঃ আবু বকর সিদ্দিক।নবনির্বাচিত ও বিদায়ী ইউপি সদস্যদের পক্ষে বক্তব্য মোঃ জিয়াউর রহমান জিয়া, মোঃ রশিদল ইসলাম রতন, মোঃ আব্দুল হালিম, মোঃ মাজেদুর রহমান, জাকিয়া সুলতানা জুঁই।এলাকাবাসির পক্ষে বক্তব্য রাখেন অবসপ্রাপ্ত শিক্ষক আলহাজ¦ মাওলানা মোঃ আবেদ আলী, অবসরপ্রাপ্ত শিক্ষক মোঃ আলিম উদ্দীন মাষ্টার প্রমূখ।

অনুষ্ঠান সঞ্চালনা করেন ইউনিয়ন সেবচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মোঃ আল মামুন।অনুষ্ঠানে বিদায়ী চেয়ারম্যান মোঃ জিয়াউর রহমান জিয়া নবনির্বাচিত পরিসদ যাতে ইউনিয়নবাসির সেবা সঠিকভাবে সেবা দিতে পারে এ জন্য অতিতের সকল ভুল ত্রুটি ভুলে বর্তমান পরিষদকে দায়িত্ব পালনে সার্বিক সহযোগিতার আশ্বাস প্রদান করেন।

নবনির্বাচিত চেয়ারম্যান আলহাজ¦ মোঃ আবু বকর সিদ্দিক তাঁর পরিষদকে সহযোগিতার জন্য বিদায়ী পরিষদ ও ইউনিয়নবাসির সার্বিক সহযোগিতা কামনা করেন।এর আগে ফুলের তোড়া দিয়ে নবনির্বাচিত চেয়ারম্যান ও সদস্য-সদস্যাদের বরণ করে নেয় বিদায়ী পরিষদ।এবং নবনির্বাচিত পরিষদও বিদায়ী পরিষদকে ফুলের তোড়া দিয়ে বিদায় জানায়।

এছাড়া নবনির্বাচিত ও বিদায়ী পরিষদের পক্ষ থেকে নবনির্বাচিত ও বিদায়ী পরিষদকে বিভিন্ন উপহারসামগ্রী প্রদান করা হয়। সবশেষে মুনাজাতের মাধ্যমে অনুষ্ঠান সমাপ্ত করা হয়।

IPCS News : Dhaka : মাহবুবুল হক খান : দিনাজপুর।