দিনাজপুর শেখপুরা ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত
আপডেটঃ ১১:৩৬ পূর্বাহ্ণ | মার্চ ০১, ২০২২
নিউজ ডেস্কঃ
দিনাজপুর সদর উপজেলার ৪নং শেখপুরা ইউনিয়ন আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।সোমবার (২৮ ফেব্রুয়ারী) সকালে সদর উপজেলার শহিদ জমির উদ্দিন গার্লস স্কুল প্রাঙ্গণে ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি মোঃ ইমদাদ সরকার।এ সময় তিনি বলেন, স্বেচ্ছাসেবকলীগের নেতাকর্মীদের আদর্শবান হতে হবে। রাজনীতি করতে হলে আগে ভালো মানুষ হতে হবে, তারপরে রাজনীতিতে আসতে হবে।ভালো মানুষ না হলে ভালো রাজনীতিবিদ হওয়া যায়না।আর তাই স্বেচ্ছাসেবকলীগের নেতাকর্মীদের মধ্যে বঙ্গবন্ধুর আদর্শ থাকতে হবে।সেই আদর্শ দেশের সর্বত্র ছড়িয়ে দিতে হবে।সম্মেলনের উদ্বোধক করেন সদর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মোঃ আব্দুস সালাম সরকার ও প্রধান বক্তা ছিলেন সদর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মোঃ রাকিবুল ইসলাম রাকিব।
অরবিন্দু রায়’র সভাপতিত্বে সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সদর উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোঃ মমিনুল ইসলাম, প্রচার সম্পাদক মোঃ আশরাফুল আলম, শেখপুরা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মোঃ মনির উদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক মোঃ আমিনুল ইসলাম, জেলা স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক মোঃ রাইসুল ইসলাম ও শেখপুরা ইউনিয়ন পরিষদের নব-নির্বাচিত ৭,৮ ও ৯ নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা সদস্যা রিনা রানী রায়।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন শহর যুবলীগের যুগ্ম সম্পাদক হাজী পলাশ, সদর উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সহ-সভাপতি পাভেল ইমরান, সাংগঠনিক সম্পাদক মিসবাহুর রহমান মিম, আহসান হাবিব প্রমুখ।অনুষ্ঠান পরিচালনা করেন লুৎফর রহমান সানি।ত্রি-বার্ষিক সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে মোঃ গাউসুল ইসলাম ফাহিমকে সভাপতি, মোঃ জিল্লুর রহমানকে সাধারণ সম্পাদক ও পিচি ডাঃ মোঃ মিলন শাহ্কে সাংগঠনিক সম্পাদক করে ৩ বছর মেয়াদী আওয়ামী স্বেচ্ছাসেবকলীগ ৪নং শেখপুরা ইউনিয়ন শাখার আংশিক কমিটির অনুমোদন দেয়া হয়।
কমিটির অন্যান্য সদস্যরা হলেন সহ-সভাপতি মোঃ গোলাম রাব্বানী, মোঃ রফিক আহমেদ, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আরমান আলী, সাংগঠনিক সম্পাদক মোঃ মুসা আলী, রাফিদ আল বুবিন, প্রচার ও প্রকাশনা সম্পাদক সুমন রায় ও দপ্তর সম্পাদক মোঃ আসাদুজ্জামান নুর খোকন।এই কমিটি আগামী ১৫ কার্যদিবসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করবে।
IPCS News : Dhaka : মাহবুবুল হক খান, দিনাজপুর।