দিনাজপুর শিক্ষাবোর্ডের এসএসসি পরীক্ষার গণিত, পদার্থবিজ্ঞান, কৃষিবিজ্ঞান এবং রসায়ন বিষয়ের পরীক্ষা স্থগিত
আপডেটঃ ৭:৫৯ অপরাহ্ণ | সেপ্টেম্বর ২১, ২০২২
নিউজ ডেস্কঃ
দিনাজপুর:- দিনাজপুর শিক্ষাবোর্ডের অধীনে অনুষ্ঠিত ২০২২ সালের এসএসসি পরীক্ষার গণিত,পদার্থবিজ্ঞান, কৃষিবিজ্ঞান এবং রসায়ন বিষয়ের পরীক্ষা অনিবার্য কারণবসত স্থগিত করা হয়েছে।বুধবার (২১ সেপ্টেম্বর ২০২২) দুপুরে দিনাজপুর শিক্ষাবোর্ডের চেয়ারম্যান প্রফেসর মোঃ কামরুল ইসলাম স্বাক্ষরিত গনমাধ্যমে পাঠানো এক প্রেসবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।স্থগিতকৃত বিষয়গুলো পরীক্ষার তারিখ যথাসময়ে জানানো হবে।স্থগিতকৃত বিষয়গুলো ব্যতিত অন্য বিষয়ের পরীক্ষা উল্লেখিত সময়সুচী অনুযায়ী যথারীতি অনুষ্ঠিত হবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।তবে বিজ্ঞপ্তিতে অনিবার্য কারণবসত পরীক্ষা স্থগিত করার কথা বলা হলেও কুড়িগ্রামে প্রশ্নপত্র ফাঁস হওয়ার কারণে এই ৪টি বিষয়ের পরীক্ষা স্থগিত করা হয়েছে।প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় একটি কেন্দ্রের কেন্দ্র সচিবসহ তিন জনকে আটক করা হয়েছে।
IPCS News : Dhaka : মাহাবুবুল হক খান : দিনাজপুর।