সোমবার ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

সংবাদ শিরোনামঃ

দিনাজপুর শহরের লিলির মোড়ে সমতা মোবাইল মার্কেটে ডাকাতি

আপডেটঃ ১০:৩৩ পূর্বাহ্ণ | অক্টোবর ০৪, ২০২৩

নিউজ ডেস্কঃ

দিনাজপুর:- দিনাজপুর শহরের প্রাণকেন্দ্র লিলির মোড়ে সমতা মোবাইল মার্কেটে ডাকাতি সংঘটিত হয়েছে।সংঘবদ্ধ ডাকাত দল দোকানের তালা ভেঙ্গে নগদ ১ লক্ষ টাকাসহ ওই মার্কেটের তিনটি দোকান থেকে ৪০ লক্ষ টাকার মোবাইল ফোন সেট লুট করে নিয়ে গেছে।মঙ্গলবার (৩ অক্টোবর-২০২৩) সকাল ৭টা থেকে ৭টা ১৫ মিনিটের সময় লিলির মোড়ে সমতা মোবাইল মার্কেটে এই ডাকাতির ঘটনা সংগঠিত হয়।সিসি টিভি ফুটেজ দেখে ডাকাতি হওয়ার সময়টি জানা যায়।সমতা মোবাইল মার্কেট কমিটির সভাপতি মো. সেলিম হোসেন জানান, নিত্য দিনের মত মার্কেটের পরিচ্ছন্নতাকর্মী রমেশ মার্কেট পরিষ্কার করতে এসে মেসার্স জনি এন্টারপ্রাইজ, কবির টেলিকম ও এমএন গ্যাজেট টেলিকম নামে এই তিনটি দোকানের তালা ভাঙ্গা অবস্থায় দেখতে পায়।তৎক্ষণাৎ পরিচ্ছন্নতাকর্মী রমেশ ঘটনাটি এসব দোকানের মালিক ও মার্কেটের সভাপতিকে জানায়।

খবর পেয়ে মার্কেটের সভাপতিসহ ওই তিনটি দোকানের মালিক মার্কেটে এসে দোকানের ভিতর প্রবেশ করে দেখতে পান যে, দোকানের রেক খালি।তারা সাথে সাথে ঘটনাটি কোতোয়ালি থানা পুলিশকে অবহিত করেন।থানা পুলিশ খবর পেয়ে সদর সার্কেলের এএসপি, কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ ও পিবিআইয়ের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেন।

এছাড়া খবর পেয়ে দিনাজপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি’র সভাপতি রেজা হুমায়‚ন ফারুক চৌধুরি শামিম, চেম্বারের পরিচালক মো. রুবেল ইসলামও ঘটনাস্থল পরিদর্শন করেন।ডাকাতেরা মেসার্স জনি এন্টারপ্রাইজের দোকান থেকে ৭৭টি মোবাইল ফোন সেট, কবির টেলিকম থেকে ৪৩টি মোবাইল ফোন সেট ও এমএন গেজেট নামের দোকান থেকে নগদ এক লক্ষ টাকাসহ ৪৫টি মোবাইল ফোন সেট নিয়ে গেছে।

ওই তিনটি দোকানের ডাকাতি হওয়া এসব মোবাইল সেটের আনুমানিক ম‚ল্য প্রায় ৪০ লক্ষ (চল্লিশ) টাকা বলে জানান দোকান মালিকগণ।সমতা মার্কেট কমিটির সভাপতি মো. সেলিম হোসেন আরো জানান, দিনাজপুর চেম্বারের সভাপতি, মার্কেটের দোকান মালিক ও পুলিশের পরিদর্শন দলের সাথে কথা বলে দোকান মালিকদের পক্ষ থেকে কোতয়ালি থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

পুলিশের পক্ষ থেকে দ্রুত সময়ের মধ্যে ডাকাতদের আটক ও ডাকাতি হওয়া এসব মালামাল উদ্ধার করা হবে বলে আশ্বস্ত করা হয়।

IPCS News : Dhaka : আব্দুস সালাম : দিনাজপুর।