রবিবার ২৭শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ ১৪ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

সংবাদ শিরোনামঃ

দিনাজপুর লিলিমোড় হাসনা প্লাজা থেকে দেড় লক্ষ টাকা লুটের অভিযোগ

আপডেটঃ ১১:২০ পূর্বাহ্ণ | ডিসেম্বর ২২, ২০২১

নিউজ ডেস্কঃ

পূর্ব শত্রুতার জের ধরে দিনাজপুর শহরের প্রাণকেন্দ্র লিলিমোড় হাসনা প্লাজার সানজিদা টেলিকম এর কর্মচারী মোঃ মাজেদুর রহমান লালকে মারপিট করে আহত অবস্থায় পালিয়ে যায় একদল যুবক।সেই সাথে দোকানের ক্যাশ বাক্স থেকে দেড় লক্ষ টাকা লুট করে নিয়ে যায় ঐ যুবকদল।এ বিষয়ে দিনাজপুর জেনারেল (সদর) হাসপাতালে চিকিৎসারত মাজেদুর রহমান লাল দিনাজপুর কোতয়ালী থানায় গতকাল একটি অভিযোগপত্র দায়ের করেছে।অভিযোগ সূত্রে জানা গেছে, গত ২০/১২/২০২১ তারিখের রাত আনুমানিক ৯টার দিকে পূর্ব শত্রুতার জের ধরে জনৈক দিনজপুর শহরোস্থ পাহাড়পুর এলাকার ইমন, মোঃ মোনাইম, বাপ্পিসহ আর অজ্ঞাত ৫/৬ জন যুবক সানজিদা টেলিকমের কর্মচারী মোঃ মাজেদুর রহমান লালকে দোকানের ভিতরে মারধর করে এবং দোকানের ক্যাশ থেকে দেড় লক্ষ টাকা লুট করে নিয়ে যায় মর্মে অভিযোগে উল্লেখ করা হয়।

এক পর্যায়ে লালের চিৎকারে আশেপাশের দোকানীরা এসে লালকে রক্তাক্ত জখম অবস্থায় দিনাজপুর জেনারেল (সদর) হসাপাতালে ভর্তি করে।
শেষ খবর পাওয়া পর্যন্ত লিলিমোড় হাসনা প্লাজায় অবস্থিত সানজিদা টেলিকমের কর্মচারী মোঃ মাজেদুর রহমান লাল নিজে বাদী হয়ে দিনাজপুর কোতয়ালী থানায় একটি অভিযোগ দাখিল করে।

মোঃ মাজেদুর রহমান লাল দিনাজপুর জেনারেল (সদর) হসাপাতালে ভর্তি হয়ে চিকিৎসাধীন রয়েছেন।তিনি দোষীদের কঠোর শাস্তির দাবি জানিয়েছেন।

IPCS News : Dhaka : আব্দুস সালাম : দিনাজপুর।