দিনাজপুর রেলওয়ে থানার অভিযানে ৪ নারী পকেটে মার গ্রেফতার
আপডেটঃ ২:০৩ অপরাহ্ণ | ফেব্রুয়ারি ১১, ২০২৩
নিউজ ডেস্কঃ
দিনাজপুর:- টার্গেট স্বর্ণের চেন,ঝুমকা, বিভিন্ন মোবাইল সেট, মানিব্যাগ, লাগেজসহ মূল্যবান জিনিসপত্র, সন্মানিত ট্রেন যাত্রীগণ কাংখিত লক্ষে তারাহুরো করে ট্রেন উঠেন এবং নামেন দিনাজপুর হতে ঢাকা পৌছাতে দীর্ঘক্ষন সময় লাগে ফলে যাত্রীগণ ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়েন।ঘুমিয়ে পড়া, ভিড়ের মধ্য ট্রেনে ওঠা ও নামা এই ৩টি সুযোগ কাজে লাগায় নারী পকেট মারেরা।
যাত্রীদের সবকিছু লুটে নিয়ে যায় তারা।গত ১১জানুয়ারি ২০২৩ দিনাজপুর পৌরসভাধীন পাটুয়া-পাড়া এলাকার মৃত আব্দুর রাজ্জাক সরকারের পুত্র মোঃ জাকারিয়া হোসেন সরকার রেলওয়ে থানা (জিআরপি) দিনাজপুর মানিব্যাগসহ রেডমি নোট ৮ মডেল এর একটি মোবাইল সেট, মানিব্যাগে রক্ষিত এক হাজার বিশ টাকা চুরি হওয়ার ব্যাপারে অভিযোগ করেন।
অভিযোগের ভিত্তিতে ঠাকুরগাও জেলার রাণী শংকৈল গোগর চৌরাস্তা এলাকার মোঃ হাফিজ উদ্দিন এর স্ত্রী মোঃ নুরবানু (২৭) কে দিনাজপুরে প্লাটফরর্মে আনুমানিক সকাল ১০ টায় দাঁড়িয়ে থাকা দ্রুতযান এক্সপ্রেস ট্রেনের বগি নং ঝ, থেকে চুরি যাওয়া মালামালসহ আটক করে রেলওয়ে থানা পুলিশ।
নুরবানু’র স্বীকারক্তিতে জানাযায়, এই ট্রেনে সে সহ মোট ৬জন সংবদ্ধ চক্র চুরি করার উদ্দেশ্য ট্রেনে অবস্থান করছেন তাৎখনিত মমতাজ আলীর কন্যা আখলিমা (২৫) ঠাকুগাও পীরগঞ্জ থানার উত্তর মাধপপুর এলাকার মোঃ লাইসুর রহমান লাবু (২২) কে আটক করে রেলওয়ে থানা (জিআরপি) পুলিশ বাকি আসামী ঘটনাস্থল পালিয়ে যায় পলাতক আসামীদের মধ্যে গত ৯/২/২০২৩ মোঃ মমতাজ আলীর কন্যা মোছাঃ মোমেনা বেগম (২৮) কে দিনাজপুর অবস্থানরত আনুমানিক সকাল ১০.১০ দ্রুতযান এক্সপ্রেস ট্রেনে চুরির পায়তারা করাকালে প্লাটফর্ম ডিউটিতে নিয়জিত পুলিশ (আরএনবি) সহ স্টেশনে অবস্থিত যাত্রিদের সহযোগিতায় ধৃত করা হয়।
দিনাজপুর রেলওয়ে থানা (জি আর পি) অফিসার ইনচার্জ মোঃ এরশাদুল হক ভূইয়া এ প্রতিনিধিকে জানান এ পর্যন্ত নারী পকেটমার চক্রের ৪ জন সক্রিয় সদস্যদের গ্রেফতার করতে সক্ষম হয়েছি বাকি পলাতক আসামীদের গ্রেফতার করতে সক্ষম হব বলে তিনি আশা ব্যক্ত করেন এ ব্যাপারে দিনাজপুর রেলওয়ে থানায় একটি মামলা দায়ের করা হয়েছে আসামীরা বর্তমানে জেল-হাজতে রয়েছে।
IPCS News : Dhaka : আব্দুস সালাম : দিনাজপুর।