সোমবার ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

সংবাদ শিরোনামঃ

দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের দুর্নীতিবাজ উপসেবা তত্ত্বাবধায়ক রোকেয়ার পদত্যাগের দাবিতে মানববন্ধন

আপডেটঃ ১:৪৩ অপরাহ্ণ | আগস্ট ২৭, ২০২৪

নিউজ ডেস্কঃ

দিনাজপুর:-দুর্নীতি, ঘুষ ও অপকর্মের সাথে জড়িত দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের উপসেবা তত্ত¡াবধায়ক বেগম রোকেয়া সিদ্দিকা’র পদত্যাগ এবং হাসপাতালের নার্সিং কর্মকর্তা (সিনিয়র স্টাফ নার্স) জান্নাতুল ফেরদৌসী ও আরজুমান লাকী’র দ্রুত অপসারণের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে হাসপাতালের নার্সিং কর্মকর্তারা।মঙ্গলবার (২৭ আগস্ট ২০২৪) সকাল ১১টায় হাসপাতালের বহির্বিভাগের সামনে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের বৈষম্যবিরোধী নার্সিং সুপারভাইজার ও নার্সিং কর্মকর্তাদের ব্যানারে এই মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।মানববন্ধনে বক্তব্য রাখেন হাসপাতালের নার্সিং কর্মকর্তা মোছা. তাহ্সিনা পারভীন, মো. নয়ন মনি ও বেনজামিন দাস।মানববন্ধন থেকে অবিলম্বে দুর্নীতিবাজ উপসেবা তত্ত্বাবধায়ক বেগম রোকেয়া সিদ্দিকা’র পদত্যাগ এবং তার সহযোগী জান্নাতুল ফেরদৌসী ও আরজুমান লাকী’র অপসারণ দাবি করা হয়।মানববন্ধনে হাসপাতালের দেড় শতাধিক নার্সিং কর্মকর্তা উপস্থিত ছিলেন।

IPCS News : Dhaka : আব্দুস সালাম, দিনাজপুর।