দিনাজপুর বে-সরকারি বিদ্যুৎ শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত
আপডেটঃ ৯:৪৫ অপরাহ্ণ | আগস্ট ২৭, ২০২২
নিউজ ডেস্কঃ
দিনাজপুর:- দিনাজপুর বে-সরকারি বিদ্যুৎ শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক সাধারণ সভা২০২২ অনুষ্ঠিত হয়েছে।শুক্রবার (২৬ আগষ্ট-২০২২) বিকেল ৪টায় কালিতলাস্থ পৌর বিপনি মার্কেটে অনুষ্ঠিত ত্রি-বার্ষিক সাধারণ সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি বকুল ব্যানার্জি।সংগঠনের সাধারণ সম্পাদক শহীদুল হক’র সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন সংগঠনের সহ- সভাপতি মামুনুর রশিদ, সহ-সাধারণ সম্পাদক মোঃ আব্দুল মজিদ মিয়া, সাংগঠনিক সম্পাদক শহিদুল ইসলাম শেখ, কোষাধ্যক্ষ মোঃ আমিনুল ইসলাম, দপ্তর সম্পাদক মোঃ মহিদুল ইসলাম ও সাবেক সাধারণ সম্পাদক মীর মোঃ আনিসুজ্জামান মিলন।সাধারণ সভায় কার্যকরী সদস্য সন্তোষ কুমার বাবু সম্রাট আলী, মঞ্জুরুল ইসলাম, চুন্নি মিয়া, শওকত আলীসহ সংগঠনের অন্যান্য সদস্য উপস্থিত ছিলেন।সভায় বার্ষিক আয়-ব্যযের হিসাব উপস্থাপন করা হয়।
সভায় মৃত শ্রমিকদের সম্মানার্থে দাড়িয়ে এক মিনিট নিরবতা পারেন করা হয়।সভায় জানানো হয়, শ্রমিক ইউনিয়নের মৃত ১০জন শ্রমিকের পরিবারকে নগদ ১০ হাজার টাকা করে মোট ৮০ হাজার টাকা ও শ্রমিকদের মেয়ের বিয়ের অনুদান হিসেবে ১৫ জন শ্রমিককে নগদ ৪ হাজার টাকা করে মোট ৬০ হাজার টাকাসহ সর্বমোট ১ লাখ ৪০ হাজার টাকা প্রদান করা হয়।
সভায় দিনাজপুর বে-সরকারী বিদ্যুৎ শ্রমিক ইউনিয়নের যে কোন সমস্যা দ্রুত সমাধানে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস প্রদান হয়।সব শেষে সংগঠনের সভাপতি সকলকে ধন্যবাদ জানিয়ে সভার সমাপ্তি ঘোষণা করেন।
IPCS News : Dhaka : মাহবুবুল হক খান : দিনাজপুর।