সোমবার ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

সংবাদ শিরোনামঃ

দিনাজপুর ফল ব্যবসায়ী সমবায় সমিতি লিঃ এর নির্বাচনে ৯টি পদে ১৩ প্রার্থীর মনোনয়নপত্র জমা

আপডেটঃ ১০:২১ অপরাহ্ণ | অক্টোবর ১১, ২০২২

নিউজ ডেস্কঃ

দিনাজপুর:- দিনাজপুর ফল ব্যবসায়ী সমবায় সমিতি লিঃ এর নির্বাচন-২০২২ এর মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিনে ৯টি পদের বিপরীতে ১৩ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন।মঙ্গলবার (১১ অক্টোবর-২০২২) দিনাজপুর সদর উপজেলা সমবায় অফিসার ও দিনাজপুর ফল ব্যবসায়ী সমবায় সমিতি লিঃ এডহক কমিটির সভাপতি মোঃ হাফিজুর ইসলাম-এর নিকট প্রার্থীরা নিজ নিজ পদের পক্ষে তাদের মনোনয়নপত্র জমা দেন।সভাপতি পদে ৩ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন।প্রার্থীরা হলেন-মোঃ সহীদ, মোঃ লিটন ও মোঃ মঈন।সহ-সভাপতি পদে একমাত্র প্রার্থী মোঃ রিপন মনোনয়নপত্র জমা দিয়েছেন।সাধারণ সম্পাদক পদে ২ জন প্রার্থী মনোনয়নপত্র জমা তারা হলেন-মোঃ রাজু ও মোঃ নাসিম খান।সহ-সাধারণ সম্পাদক পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন একজন প্রার্থী মোঃ রানা।

কোষাধ্যক্ষ পদেও একজন প্রার্থী মোঃ আমিরুল ইসলাম বিশ্বাস মনোনয়নপত্র জমা দিয়েছেন।দপ্তর সম্পাদক পদে ২ জন্য প্রার্থী মোঃ আনছার আলী ও মোঃ মেহেরুল ইসলাম আঙ্গুর মনোনয়নপত্র্র জমা দিয়েছেন।আর নির্বাহী সদস্যের ৩টি পদে ৩জন প্রার্থী মনোনয়নপত্র্র জমা দিয়েছেন।তারা হলেন-মোঃ মান্নু, মোঃ দুলাল ও মোঃ আকিল।

উল্লেখ্য, আগামী ২৯ অক্টোবর-২০২২ তারিখ শনিবার দিনাজপুর ফল ব্যবসায়ী সমবায় সমিতি লিঃ এর নির্বাচন অনুষ্ঠিত হবে।এ নির্বাচনে মোট ১৬৪ জন ভোটার ভোট প্রদার করবেন।

নির্বাচন পরিচালনা কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব পারেন করবেন নিহারুল হক।আর সদস্য হিসেবে দায়িত্ব পালন করবেন মোঃ মনজুরুল ইসলাম ও মোঃ আসাদুজ্জামান।

IPCS News : Dhaka : মাহবুবুল হক খান : দিনাজপুর।