সোমবার ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

সংবাদ শিরোনামঃ

দিনাজপুর প্রেসক্লাব কুক্ষিগত নয় সবার জন্যে উন্মুক্ত করার লক্ষ্যে মানব-বন্ধন

আপডেটঃ ১২:০৮ অপরাহ্ণ | আগস্ট ১২, ২০২৪

নিউজ ডেস্কঃ

দিনাজপুর:- সকল পেশাদার সাংবাদিক এক হও, দালাল সুবিধাবাদী সাংবাদিক সাবধান, দিনাজপুর প্রেসক্লাব কালিতলা কুক্ষিগত নয়-সবার জন্য উন্মুক্ত করার লক্ষ্যে সাংবাদিক ইউনিয়ন দিনাজপুর (রেজি ২৯৩৬) এর সাব কমিটির সভাপতি মো. কোরবান আলি সোহেল ও সাধারণ স¤পাদক আব্দুস সালামের নেতৃত্বে কার্যালয়ের সমুখে রবিবার ১১ আগস্ট ২০২৪ স্টেশন চত্বরে মানববন্ধন অনুষ্ঠিত হয়।অনুষ্ঠানে সাংবাদিক ইউনিয়ন দিনাজপুরের প্রতিষ্ঠাতা সভাপতি জি.এম হিরু বলেন, আমাদেরকে বিএনপি, জামাত, রাজাকার বলে প্রেসক্লাবে দরজা বন্ধ করে দিয়েছে, বিভিন্ন ভাবে বঞ্চিত করেছে তাই তাদের বিরুদ্ধে আমাদের অবস্থান।

সাংবাদিকতা একটি মহৎ পেশা, দেশ ও জাতির কাছে আমরা মেসেজ দিতে চাই, যারা প্রকৃত সাংবাদিকদের বিতাড়িত করছে তাদের বিরুদ্ধে আমাদের অবস্থান, বিভিন্ন মাধ্যমে আমরা নির্যাতিত হয়েছি।আমাদের অবমূল্যায়ন করা হয়েছে, বিভিন্ন সমস্যার সম্মুখীন হয়েছি আমরা।দিনাজপুর প্রেসক্লাব নেতা সদস্যরা এত বেশি চাটুকার সুবিধাবাদি যে গত প্রায় পনেরোটি বছর প্রেসক্লাবকে কুক্ষিগত করে রেখেছে।

বিদায়ী আওয়ামী লীগ সরকারের জাতীয় স্থানীয় নেতাদের সামনে পিছনে ছবি লাগিয়ে লক্ষ লক্ষ টাকা সুবিধা ভোগ করার পর তারাই আবার নিজের হাতেই ছেনি হাতুরি দিয়ে স্বেত পাথরের ছবিগুলি ভাঙছে এবং কালি দিয়ে মুছে ফেলছে, ওরা না ঘরের না অন্যের এরা সাংবাদিক নামের কলঙ্ক, এদের ব্যাপারে ছাত্র জনতা ও প্রকৃত সাংবাদিকদের সতর্ক থাকার আহ্বান জানান।

মানববন্ধনে উপস্থিত ছিলেন, ইউনিয়নের সহ-সভাপতি সাদাকাত আলি খান, বেলাল হোসেন জয়, মাহাবুবুল হক খান, মো. মোকাররম হোসেন, মো. আবু কাওসার, মো. আরিফুর রহমান, মো. নূর ইসলাম নয়ন, মো. ইসমাইল হোসেন, মো. মোস্তফা কামাল (আপন), মো. বেলাল হোসেন রাজু, সায়েম ওয়াহেদ সিদ্দিকিসহ ইউনিয়নের সকল সদস্য বৃন্দ।

IPCS News : Dhaka : আব্দুস সালাম : দিনাজপুর।