সোমবার ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

সংবাদ শিরোনামঃ

দিনাজপুর পৌরসভার আয়োজনে জাতীয় কৃমি নিয়ন্ত্রণ সপ্তাহ উপলক্ষে এডভোকেসী সভা অনুষ্ঠিত

আপডেটঃ ৬:৪০ অপরাহ্ণ | মার্চ ১৬, ২০২২

নিউজ ডেস্কঃ

দিনাজপুর পৌরসভার আয়োজনে জাতীয় কৃমি নিয়ন্ত্রণ সপ্তাহ ও ক্ষুদে ডাক্তার কর্তৃক শিক্ষার্থীদের স্বাস্থ্য পরীক্ষা কার্যক্রম-২০২২ উপলক্ষে এডভোকেসী সভা অনুষ্ঠিত হয়েছে।বুধবার (১৬ মার্চ) বিকেল ৪টায় পৌরসভার ফাতেহুল আলম দুলাল মিলনায়তনে অনুষ্ঠিত অ্যাডভোকেসী সভায় সভাপতিত্ব করেন পৌর মেয়র সৈয়দ জাহাঙ্গীর আলম।বক্তব্য রাখেন দিনাজপুর সিভিল সার্জন অফিসের সিনিয়র স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা মোঃ সাইফুল ইসলাম, সদর উপজেলা মাধ্যমিক সহকারী শিক্ষা কর্মকর্তা মোঃ আব্দুল বারী, দিনাজপুর পৌরসভার স্বাস্থ্য পরিদর্শক মোঃ লিয়াকত আলী, পৌরসভা স্বাস্থ্য বিভাগের সুপারভাইজার মোমরেজ সুলতানা মালা প্রমূখ।এডভোকেসী সভায় সমাপনী বক্তব্যে পৌর মেয়র সৈয়দ জাহাঙ্গীর আলম জাতীয় নিয়ন্ত্রন সপ্তাহ উপলক্ষে বিদ্যালয়ের শিক্ষার্থীদের কৃমিনাশক ট্যালেট খাওয়াতে পৌর এলাকার প্রতিটি বিদ্যালয় ও মাদ্রাসার শিক্ষক-শিক্ষিকাদের সার্বিক সহযোগিতা কামনা করেন।

এডভোকেসী সভায় দিনাজপুর পৌরসভা এলাকায় অবস্থিত প্রতিটি সরকারী প্রাথমিক বিদ্যালয়, মাধ্যমিক বিদ্যালয়, দাখিল মাদ্রাসা ও অন্যান্য শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান শিক্ষকসহ অন্যান্য শিক্ষক-শিক্ষিকা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, আগামী ২০ থেকে ২৬ মার্চ পর্যন্ত সারা দেশের ন্যায় দিনাজপুর জেলা জাতীয় কৃমি নিয়ন্ত্রণ সপ্তাহ পালন করা হবে।এ উপলক্ষে শহরের প্রতিটি প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয় এবং মাদ্রাসার ৫ বছর হতে ১৬ বছর বয়স পর্যন্ত সকল শিক্ষার্থীকে একটি করে কৃমিনাশক ট্যাবলেট খাওয়ানো হবে।

IPCS News : Dhaka : মাহবুবুল হক খান, দিনাজপুর।