সোমবার ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

সংবাদ শিরোনামঃ

দিনাজপুর পূনর্ভবা ইনস্টিটিউট অব সাইন্স এন্ড টেকনোলজী’র শিক্ষার্থীদের নবীন-বরণ অনুষ্ঠান সম্পন্ন

আপডেটঃ ৫:১৪ অপরাহ্ণ | মার্চ ২৪, ২০২২

নিউজ ডেস্কঃ

দিনাজুর প্রতিনিধি : দিনাজপুর পূনর্ভবা ইনস্টিটিউট অব সাইন্স এন্ড টেকনোলজী’র ২০২১-২০২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।বৃহস্পতিবার (২৪ মার্চ) সকাল সাড়ে ১০টায় পূনর্ভবা ইনস্টিটিউট অব সাইন্স এন্ড টেকনোলজী’র ঘাষিপাড়াস্থ ভবন-২ এ অনুষ্ঠিত নবীনবরণ অনুষ্ঠান প্রধান অতিথির বক্তব্য রাখেন দিনাজপুর পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ উত্তরবঙ্গের কারিগরি শিক্ষার প্রতিকৃত প্রকৌশলী মোঃ আব্দুল ওয়াদুদ মন্ডল।বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিশিষ্ট রাজনীতিবিদ দিনাজপুর জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি মোঃ বজলুল হক।দিনাজপুর পূনর্ভবা ইনস্টিটিউট অব সাইন্স এন্ড টেকনোলজী’র চেয়ারম্যান বিশিষ্ট শিক্ষাবিদ প্রকৌশলী লায়ন মোঃ মাসুদ রানা’র সভাপতিত্বে নবীনবরণ অনুষ্ঠানে শিক্ষকদের মধ্যে বক্তব্য রাখেন ইনস্টিটিউটের শিক্ষক প্রকৌশলী মোঃ সাজ্জাদ হোসেন।

পরিচালকদের মধ্যে বক্তব্য বক্তব্য রাখেন পরিচালক প্রতিনিধি প্রকৌশলী মোঃ নুরুজ্জামান ও অভিভাবকদের মধ্যে বক্তব্য রাখেন মোছাঃ আরজিনা বেগম প্রমূখ।অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ইনস্টিটিউটের অধ্যক্ষ বিশিষ্ট শিক্ষাবিদ প্রকৌশলী এআইএম মিজানুর রহমান।

অনুষ্ঠানের প্রধান অতিথি দিনাজপুর পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ প্রকৌশলী মোঃ আব্দুল ওয়াদুদ মন্ডল বলেন, যে দেশ কোরিগরি শিক্ষায় যতবেশী উন্নত, সে দেশ অর্থনৈতিকভাবে ততবেশী এগিয়ে রয়েছে।

তিনি বলেন, সারা পৃথিবীতে সার্টিফিকেটের চেয়ে দক্ষতার মূল্যায়ন সবচেয়ে বেশী।দক্ষতা ও অভিজ্ঞতা থাকলে সব জায়গায় স্থান পাওয়া যাবে।তাই তোমাদেরকে কারিগরি শিক্ষায় দক্ষ ও যোগ্য হিসেবে তৈরী হতে হবে।

বিশেষ অতিথি মোঃ বজলুল হক বলেন, বিশ্বায়নের এই যুগে কারিগরি শিক্ষার কোন বিকল্প নেই।তাই কারিগরি শিক্ষায় শিক্ষিত হয়ে দেশ ও জাতির কল্যাণে তোমাদের সবাইকে আত্মনিয়োগ করতে হবে।

অভিভাবক মোছাঃ আরজিনা বেগম বলেন, শিক্ষার্থীদেরকে কারিগরি শিক্ষার পাশাপাশি নৈতিক শিক্ষায়ও শিক্ষিত করে গড়ে তুলতে হবে।তাহলে দেশ ও জাতি উপকৃত হবে।

এর আগে ইনস্টিটিউটের ২০২১-২০২২ শিক্ষাবর্ষের ডিপ্লোমা-ইন-ইঞ্জিনিয়ারিং এ নবাগত শিক্ষার্থীদের বরণ উপলক্ষে শিক্ষার্থীদের উদ্দেশ্যে শুভেচ্ছা ও অভিনন্দনপত্র পাঠ করা হয় ও নবীন শিক্ষার্থীদেশ ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়।

IPCS News : Dhaka : মাহবুবুল হক খান : দিনাজুর।