দিনাজপুর নির্মাণ মিস্ত্রি শ্রমিক ইউনিয়নের দ্বিতীয় তলার নির্মাণ কাজের উদ্বোধন
আপডেটঃ ৪:২৬ অপরাহ্ণ | মার্চ ২৪, ২০২২
নিউজ ডেস্কঃ
দিনাজুর প্রতিনিধি : দিনাজপুর সদর উপজেলা নির্মাণ মিস্ত্রি শ্রমিক ইউনিয়নের নিজস্ব ভবনের দ্বিতীয়তলা ভবনের নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে।বৃহস্পতিবার (২৪ মার্চ) সকাল ১০টায় টার্মিনাল রোডস্থ মির্জাপুরে দ্বিতীয় তলা ভবনের নির্মাণ কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করেন দিনাজপুর সদর উপজেলা নির্মাণ মিস্ত্রি শ্রমিক ইউনিয়নের সভাপতি মোঃ সাহাবুদ্দীন খোকন ও সাধারণ সম্পাদক মোঃ আলমগীর হোসেন আলম।এ সময় নির্মাণ মিস্ত্রি শ্রমিক ইউনিয়নের সহ-সভাপতি মোঃ মোকসেদ আলী, সহ-সাধারণ সম্পাদক মোঃ নয়ন, সাংগঠনিক সম্পাদক মোঃ জাকির হোসেন, কোষাধ্যক্ষ মোঃ হামিদুর রহমান, দপ্তর সম্পাদক মোঃ সুমন, প্রচার সম্পাদক মোঃ মোস্তাকিম, নির্বাহী সদস্য মোঃ কুরবান ও মোহাম্মদ আলীসহ নির্মাণ মিস্ত্রি শ্রমিক ইউনিয়নের অন্যান্য সদস্য উপস্থিত ছিলেন।এছাড়া দিনাজপুর পৌরসভার ৪নং ওয়ার্ডের কাউন্সিলর মোঃ আব্দুল হানিফ দিলনসহ কয়েকজন অতিথি উদ্বোধনী অনুষ্ঠানে অংশ্রহণ করেন।উদ্বোধন শেষে নির্মাণ মিস্ত্রি শ্রমিক ইউনিয়নের কল্যাণ কামনাসহ দেশ ও জাতির সার্বিক কল্যাণ কামনা করে মুনাজাত করা হয়।
IPCS News : Dhaka : মাহবুবুল হক খান : দিনাজুর।