দিনাজপুর জেলা যুবদলের উদ্যোগে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত
আপডেটঃ ৮:১৩ অপরাহ্ণ | সেপ্টেম্বর ২৬, ২০২২
নিউজ ডেস্কঃ
মুন্সিগঞ্জ জেলার মিরকাদিমে পৌর যুবদলের সহ- সাংগঠনিক সম্পাদক শহিদুল ইসলাম শাওনের মৃত্যুতে দিনাজপুর জেলা যুবদলের উদ্যোগে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৪ সেপ্টেম্বর-২০২২) বিকেল ৪ টায় জেল রোডস্থ দলীয় কার্যালয়ে সামনে জেলা যুবদলের সভাপতি আব্দুল মোন্নাফ মুকুলের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির সভাপতি এ্যাডভোকেট মোফাজ্জল হোসেন দুলাল, বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক বখতিয়ার আহম্মেদ কচি।অন্যান্যের মধ্যে বক্তব্য জেলা যুবদলের সাধারন সম্পাদক ও পৌরসভার কাউন্সিলর প্যানেল মেয়র একেএম মাসুদুল ইসলাম মাসুদ প্রমূখ।
প্রতিবাদ সমাবেশে জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আমিনুল ইসলাম মুন্না, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুল কাইয়ুম, সহ-সাংগঠনিক সম্পাদক শরিফ জাকির হোসেন হিরা, জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক মকসেদুল ইসলাম টুটুল, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আনোয়ার হোসেন খোকন, দপ্তর সম্পাদক হাজী মোঃ ইকবাল টারজেন, পৌর যুবদলের আহবায়ক মোঃ রবিউল আলম শামীম, কোতয়ালী যুবদলের যুগ্ম আহবায়ক নাজমুল হোসেন, সহ-ক্রিড়া সম্পাদক মোঃ নুর আলম সোহেল, যুগ্ম আহবায়ক মোঃ পলাশসহ বিএনপি, যুবদল, ছাত্রদল ও বিভিন্ন অঙ্গসহযোগি সংগঠনের নেতাকর্মী উপস্থিত ছিলেন।
IPCS News : Dhaka : মাহাবুবুল হক থান : দিনাজপুর।