শনিবার ২৬শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ ১৩ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

সংবাদ শিরোনামঃ

দিনাজপুর জেলা যুবদলের আহবায়ক কমিটি ঘোষণা

আপডেটঃ ১১:১৮ পূর্বাহ্ণ | ফেব্রুয়ারি ০৬, ২০২৫

নিউজ ডেস্কঃ

দিনাজপুর:- দিনাজপুর জেলা যুবদলের নতুন আংশিক আহবায়ক কমিটি অনুমোদন করেছে কেন্দ্রীয় যুবদল।বুধবার (৫ ফেব্রুয়ারি ২০২৫) যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম নয়ন এই কমিটি অনুমোদন করেন।যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-দপ্তর সম্পাদক মিনহাজুল ইসলাম ভূঁইয়া স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, নবগঠিত কমিটির আহবায়ক হিসেবে মাসুদুল ইসলাম মাসুদ এবং সদস্য সচিব হিসেবে রেজাউর রহমান রেজা দায়িত্বপ্রাপ্ত হয়েছেন।

কমিটির অন্য সদস্যরা হলেন: মো. নুর আলম হক খোকন, মাসুদ রানা, রবিউল আলম শামীম, শহীদুল ইসলাম সাজু, শামীম আখতার শামীম এবং ফরিজার রহমান তপু।বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়েছে, আগামী ৩০ দিনের মধ্যে জেলা যুবদলের ৫১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন করতে হবে। কেন্দ্রীয় নির্বাহী কমিটির নির্দেশনা অনুযায়ী এই কমিটি অনুমোদন পাবে।

নতুন নেতৃত্বের অধীনে দিনাজপুর জেলা যুবদল আরও সুসংগঠিত হবে বলে আশা প্রকাশ করেছেন কেন্দ্রীয় কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক।

IPCS News : Dhaka : আব্দুস সালাম : দিনাজপুর।