দিনাজপুর জেলা মোটর পরিবহন শ্রমিক ইউনিয়নের মৃত শ্রমিকের পরিবারের সদস্যদের মাঝে নগদ অর্থ বিতরণ
আপডেটঃ ১০:৫১ অপরাহ্ণ | ডিসেম্বর ২২, ২০২২
নিউজ ডেস্কঃ
দিনাজপুর:- দিনাজপুর জেলা মোটর পরিবহন শ্রমিক ইউনিয়নের মৃত শ্রমিকের পরিবারের সদস্যদের মাঝে অনুদানের অর্থ বিতরণ করা হয়েছে।শ্রমিক ইউনিয়নের নিজস্ব তহবিল হতে ২৭ জন শ্রমিকের পরিবারের প্রতিজনকে নগদ ৫০ হাজার টাকা করে সর্বমোট ১৩ লাখ ৫০ হাজার টাকা বিতরণ করা হয়েছে।এছাড়া ৪০ জন শ্রমিকের সন্তানকে পড়ালেখার খরচ বাবদ প্রতিজনকে নগদ ৩০০০ হাজার টাকা করে মোট ১ লাখ ২০ টাকা অনুদান বিতরণ করা হয়েছে।বৃহস্পতিবার (২২ ডিসেম্বর-২০২২) দুপুরে জেলা মোটর পরিবহন শ্রমিক ইউনিয়ন কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে মৃত শ্রমিকের পরিবারের সদস্য ও তাদের সন্তানদের মাঝে নগদ অর্থ তুলে দেন দিনাজপুর জেলা মোটর পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি মোঃ আব্দুল হাকিম ও সাধারণ সম্পাদক মো. ফজলে রাব্বি।
অনুষ্ঠানে জেলা মোটর পরিবহন শ্রমিক ইউনিয়নের সহ-সভাপতি মো. এনামুল হক, আলহাজ¦ মো. তৈয়ব আলী, যুগ্ম সাধারণ সম্পদক শেখ বাদশা, সাংগঠনিক সম্পাদক মো. সাহাবুব আলম, সহ-সাংঠনিক সম্পাদক মো. রমজান আলী, অর্থ সম্পাদক আব্দুস সামাদ আলী, সড়ক সম্পাদক মো. আলমগীর, দপ্তর সম্পাদক মো. রহিদুল ইসলাম রেজুসহ শ্রমিক ইউনয়নের নির্বাহী কমিটির অন্যান্য সদস্য ও মৃত শ্রমিকের পরিবারের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
দিনাজপুর জেলা মোটর পরিবহন শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মো. ফজলে রাব্বি জানান, এর আগে শ্রমিক ইউনিয়নের নিজস্ব তহবিল হতে মৃত শ্রমিকের পরিবারের সদস্যদের মাঝে প্রত্যেককে ৩০ হাজার টাকা করে অনুদান দেয়া হতো।কিন্তু বর্তমানে সেই অনুদান বৃদ্ধি করে নগদ ৫০ হাজার টাকায় উন্নীত করা হয়েছে।
IPCS News : Dhaka : মাহবুবুল হক খান : দিনাজপুর।