দিনাজপুর জেলা মহিলাদলের বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত
আপডেটঃ ৭:০৬ অপরাহ্ণ | মার্চ ২০, ২০২২
নিউজ ডেস্কঃ
নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের উর্দ্ধগতির প্রতিবাদে দিনাজপুরে মহিলাদলের উদ্যোগে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।রবিবার (২০ মার্চ) বিকেল ৪টায় জেল রোডস্থ দলীয় কার্যালয়ে দিনাজপুর জেলা মহিলাদলের সভাপতি জিনাত আরা আহম্মেদ’র সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক (রংপুর বিভাগ) ও দিনাজপুর পৌরসভার মেয়র সৈয়দ জাহাঙ্গীর আলম।প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক সাবেক এমপি আলহাজ্ব রেজিনা ইসলাম।বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির যুগ্ম আহবায়ক এ্যাড. মোফাজ্জল হোসেন দুলাল, মোঃ খালেকুজ্জামান বাবু, এ্যাড. আনিসুর রহমান চৌধুরী, আলহাজ্ব মোস্তফা কামাল মিলন।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা মহিলাদলের সাবেক সভাপতি নাজমা মসির, দিনাজপুর পৌর বিএনপির সভাপতি মোঃ জিয়াউর রহমান জিয়া, সাধারণ সম্পাদক মোঃ মহিউদ্দীন মন্ডল বকুল, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আলী, জেলা মহিলাদলের যুগ্ম সম্পাদক নাজমুন নাহার মুক্তি, সাংগঠনিক সম্পাদক মোছাঃ হাসিনা বেগম, কোষাধ্যক্ষ শাবানা বেগম প্রমূখ।সমাবেশে জেলা মহিলাদলসহ বিএনপির বিভিন্ন অঙ্গসহযোগি সংগঠনের নেতাকর্মী উপস্থিত ছিলেন।
সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক (রংপুর বিভাগ) ও দিনাজপুর পৌরসভার মেয়র সৈয়দ জাহাঙ্গীর আলম বলেন, নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম মানুষের নাগালের বাইরে চলে গেছে।তিনি নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে আনতে সরকারের প্রতি আহবান।
তিনি বলেন, সবাইকে ঐক্যবদ্ধ হয়ে বেগম জিয়ার নেতৃত্বে মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠায় এগিয়ে আসতে হবে।অতিতে কোন স্বৈরাচার ক্ষমতায় টিকে থাকতে পারেনি।এই সরকারও টিকে থাকতে পারবে না।আগামী দিনের সকল আন্দোলন-সংগ্রামে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে এগিয়ে আসার জন্য মহিলাদলসহ বিএনপির নেতাকর্মীদের প্রতি আহবান জানান।
IPCS News : Dhaka : মাহবুবুল হক খান, দিনাজপুর।