দিনাজপুর জেলা বিএনপির সম্মেলন ও কাউন্সিল আগামী ১৪ মে
আপডেটঃ ৪:৩৬ অপরাহ্ণ | মে ১২, ২০২২
নিউজ ডেস্কঃ
দিনাজপুর:- দীর্ঘ ১২ বছরের বেশী সময় পর ১৪ মে শনিবার বাংলাদেশ জাতীয়তাবাদী-বিএনপি দিনাজপুর জেলা শাখার সম্মেলন ও কাউন্সিল-২০২২ অনুষ্ঠিত হবে।
ইতোমধ্যে জেলা বিএনপির সম্মেলন ও কাউন্সিল প্রস্তুতি কমিটির পক্ষ থেকে সম্মেলন ও কাউন্সিলের সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।
শনিবার (১৪ মে) সকাল ১০টায় দিনাজপুর ইনস্টিটিউট মাঠ প্রাঙ্গণে অনুষ্ঠিত সম্মেলন ও কাউন্সিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ জাতীয়তাবাদী-বিএনপি’র মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন জাতীয় স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান টুকু।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান ড্যাব নেতা ডা. এজেডএম জাহিদ হোসেন, সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু, রংপুর বিভাগীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুল খালেক, রংপুর বিভাগীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক ও দিনাজপুর পৌরসভার মেয়র সৈয়দ জাহাঙ্গীর আলম, জাতীয় নির্বাহী কমিটির সদস্য এজেডএম রেজওয়ানুল হক, আখতারুজ্জামান মিঞা, মোঃ মকশেদ আলী মঙ্গলিয়া।
অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন জেলা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক, সম্মেলন ও কাউন্সিল প্রস্তুতি কমিটির আহবায়ক মিসেস রেজিনা ইসলাম।সম্মেলন ও কাউন্সিল শেষে বেলা ১২টা হতে বিকেল ৪ পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।এতে জেলা ও পৌর কমিটির ২০ ইউনিটের ১৯১৯ জন ভোটার (কাউন্সিলর) ভোট প্রদান করবেন।
IPCS News : Dhaka : মাহবুবুল হক খান : দিনাজপুর।