দিনাজপুর জেলা পরিষদ নির্বাচনে জাতীয় পার্টির প্রার্থী দেলওয়ার হোসেন বিপুল ভোটে বিজয়ী
আপডেটঃ ৮:৫৯ অপরাহ্ণ | অক্টোবর ১৭, ২০২২
নিউজ ডেস্কঃ
দিনাজপুর:- দিনাজপুর জেলা পরিষদের নির্বাচনে জেলা জাতীয় পার্টির সভাপতি আলহাজ্ব মোঃ দেলওয়ার হোসেন আনারস প্রতীকে বিপুল ভোটে বিজয়ী হয়েছেন।তিনি পেয়েছেন ১১৬২টি ভোট।প্রতিদ্বন্ডি আওয়ামী লীগ মনোনিত প্রার্থী ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আজিজুল ইমাম চৌধুরী পেয়েছেন মাত্র ৭৮ ভোট।আওয়ামী লীগের অপর প্রার্থী মোঃ তৈয়ব উদ্দিীন চৌধুরী পেয়েছেন ২২৬ ভোট।সোমবার (১৭ অক্টোবর-২০২২) বিকেল সাড়ে ৩টার দিকে জেলা নির্বাচন কার্যালয়ের সহকারী রিটানিং অফিসার ও সদর উপজেলা নির্বাচন কর্মকর্তা মোঃ আবু জায়েদ ইবনে ফজল এ তথ্য নিশ্চিত করেন।সাধারণ সদস্যের ১৩টি পদে ১৩ ও সংরক্ষিত ৫টি আসনের ৫ জন নারী সদস্য নির্বাচিত হয়েছেন।
এর আগে সকাল ৯টা থেকে বিরতিহীনভাবে দুপুর ২টা পর্যন্ত ইলেকট্রনিক ভোটিং মেশিন-ইভিএম-এ ভোট গ্রহণ করা হয়।ভোট গ্রহণ করার সময় কোন অনিয়ম ও বিশৃঙ্খলার সংবাদ পাওয়া যায়নি।সুষ্ঠু সুন্দর পরিবেশে ভোটগ্রহণ শেসে ফলাফল প্রকাশ করা হয়।দিনাজপুর জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ৩ জনসহ মোট ৫১ জন প্রার্থী প্রতিদ্বন্ডিতা করেন।
সাধারণ সদস্যের ১৩টি আসনে ৩৫ জন ও সংরক্ষিত ৫টি নারী আসনে ১৩ জন প্রার্থী প্রতিদ্বন্ডিতা করেন।দিনাজপুর জেলায় মোট ভোটার ১ হাজার ৪৭৯ জন ভোটারের মধ্যে ১ হাজার ৪৬৬ জন তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন।
IPCS News : Dhaka : মাহবুবুল হক খান : দিনাজপুর।