দিনাজপুর জেলা ট্রাক ট্যাংকলরি, কাভার্ডভ্যান ও ট্রাক্টর শ্রমিক ইউনিয়নের নব-নির্বাচিত শপথ অনুষ্ঠান সম্পন্ন
আপডেটঃ ১১:৪০ অপরাহ্ণ | জানুয়ারি ১৬, ২০২৩
নিউজ ডেস্কঃ
দিনাজপুর:- দিনাজপুর জেলা ট্রাক ক্যাংকলরি কাভার্ডভ্যান ও ট্রাক্টর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির শপথ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।সোমবার (১৬ জানুয়ারী-২০২৩) বিকেলে উত্তর গোসাইপুরস্থ শ্রমিক ইউনিয়নের নিজস্ব কার্যালয়ে নবনির্বাচিত কমিটির সদস্যদের শপথবাক্য পাঠ করান দিনাজপুর জেলা ট্রাক ক্যাংকলরি কাভার্ডভ্যান ও ট্রাক্টর শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক নির্বাচনের জন্য গঠিত নির্বাচন কমিশনের প্রধান ও বোচাগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান এ্যাডঃ মোঃ জুলফিকার হোসেন।এসময় নির্বাচন পরিচালনা কমিটির অন্যান্য সদস্য ও শ্রমিক ইউনিয়নের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।শপথগ্রহণকারী নবনির্বাচিত সদস্যরা হলেন-সভাপতি মোঃ আনারুল হক, কার্য্যকরি সভাপতি মোঃ আবুল হোসেন, সহ-সভাপতি পদে মোঃ সামসুজ্জামান,সাধারণ সম্পাদক পদে মোঃ সাদাকাতুল বারী সাদা, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আফজাল হোসেন, সহ-সাধারণ সম্পাদক মোঃ জাহাঙ্গীর আলম, সাংগঠনিক সম্পাদক শ্রী বিপ্লব কুন্ডু , অর্থ সম্পাদক মোঃ স্বাধীন, দপ্তর সম্পাদক মোঃ আব্দুল গফুর, সড়ক সম্পাদক মোঃ মিষ্টার আলী, সহ-সড়ক সম্পাদক মোঃ শরিফুল ইসলাম, প্রচার ও ক্রীড়া সম্পাদক মোঃ মহির উদ্দীন, শিক্ষা ও সমাজ কল্যাণ সম্পাদক মোঃ মাসুদ রানা।
এছাড়া ৬ জন সদস্য হলেন-মোঃ ইয়ার আলী, মোঃ রেজাউল ইসলাম রাজা, মোঃ মিজানুর রহমান, মোঃ ইসমাইল হোসেন, হেমন্ত কুমার মানিক ও মোঃ আলতাফ হোসেন।শপথগ্রহণ অনুষ্ঠানে নবনির্বাচিত ১৯ জন সদস্যের মধ্যে একজন সদস্য অনুপস্থিত ছিলেন।উল্লেখ্য, গত ২৩ ডিসেম্বর-২০২২ শুক্রবার শ্রমিক ইউনিয়নের নির্বাচন অনুষ্ঠিত হয়।
নির্বাচন পরিচালনা কমিটির প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন বিশিষ্ট আইনজীবী বোচাগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান এ্যাডঃ মোঃ জুলফিকার হোসেন।সহকারী নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন এ্যাডঃ শামিম বিন গোলাম পার্ল, কামরুল হুদা হেলাল, সহিদুল ইসলাম ও মোঃ রেজাউল করিম রাখি।
IPCS News : Dhaka : মাহবুবুল হক খান : দিনাজপুর।