সোমবার ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

দিনাজপুর জেলা আইনজীবী সমিতির নির্বাচনে একরামুল আমিন সভাপতি ও তৌহিদুল সাধারণ সম্পাদক পুনঃনির্বাচিত

আপডেটঃ ১:৪৪ অপরাহ্ণ | সেপ্টেম্বর ০৪, ২০২২

নিউজ ডেস্কঃ

দিনাজপুর:- দিনাজপুর জেলা আইনজীবী সমিতির কার্যকরি কমিটির বাংলা ১৪২৯ সনের নির্বাচনে একরামুল আমিন সভাপতি ও তহিদুল হক সরকার পুনরায় নির্বাচিত হয়েছেন।ওই প্যানেল ১৫ পদের মধ্যে ১৪টি পদে বিজয়ী হয়েছে।শনিবার (৩ সেপ্টেম্বর-২০২২) রাত সোয়া ১২টায় জেলা আইনজীবী সমিতির নির্বাচনের জন্য গঠিত কমিশনের প্রধান এ্যাডভোকেট সরােজ গোপাল রায় এই ফলাফল ঘোষণা করেন।সভাপতি পদে মোঃ একরামুল আমিন ৩৩৭ ভোট পেয়ে ও সাধারণ সম্পাদক পদে মোঃ তহিদুল হক সরকার ৩৯২ ভোট পেয়ে পুনরায় নির্বাচিত হয়েছেন।সহ-সভপতি পদে নির্বাচিত হয়েছেন মোঃ মজিবর রহমান-৫ প্রাপ্ত ভোট ২৮৪ ও মোঃ নুরুল ইসলাম-৪ প্রাপ্ত ভোট ২৫১, সহ-সাধারণ সম্পাদক পদে মোঃ সাইফুল ইসলাম-২ প্রাপ্ত ভোট ২৫৭, ইন্দ্রোজিৎ কুমার রায় অনিক প্রাপ্ত ভোট ২৬৫।

কোষাধ্যক্ষ পদে রনি চন্দ্র রায় প্রাপ্ত ভোট ২৭৮, শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক পদে কোহিনুর পারভীন (চিস্তি) প্রাপ্ত ভোট ৩৩৯, সমাজ কল্যাণ ও ধর্মীয় সম্পাদক আলহাজ্ব মোঃ মিজানুর রহমান প্রাপ্ত ভোট ৩২৯, পাঠাগার সম্পাদক পদে মোঃ আব্দুল মাসুদ উজ্জল প্রাপ্ত ভোট ৩১৩ পেয়ে নির্বাচিত হয়েছেন।

এবং ৫টি সদস্য পদে নির্বাচিতরা হলেন-মোঃ আবুল কালাম আজাদ-৫ প্রাপ্ত ভোট ৩২৩, মোঃ মাসুদ রানা-২, প্রাপ্ত ভোট ৩৬৩, মোছাঃ সাবিনা ইয়াসমিন-২ প্রাপ্ত ভোট ৩২০, মোঃ মইনুর হোসেন প্রাপ্ত ভোট ৩১৫ ও মোঃ আরিফ ইকবাল হাশমী প্রাপ্ত ভোট ২৫৭টি।

এর আগে শনিবার জেলা আইনজীবী সমিতি মিলনায়তনে সকাল ১০টা হতে বিকেল ৩টা পর্যন্ত নির্বাচনে ভোট গ্রহন করা হয়।এতে ৫৩৯ জন্য ভোটারের মধ্যে ৫১৪ জন ভোটার ভোট প্রদান করেন।

IPCS News : Dhaka : মাহবুবুল হক খান : দিনাজপুর।