সোমবার ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

সংবাদ শিরোনামঃ

দিনাজপুর জেলা আইনজীবী সমিতির নির্বাচনে আইনজীবী ফোরাম মনোনিত প্যানেলের পরিচিতি সভা

আপডেটঃ ১২:৩৫ অপরাহ্ণ | আগস্ট ৩১, ২০২২

নিউজ ডেস্কঃ

দিনাজপুর:- দিনাজপুর জেলা আইনজীবী সমিতির নির্বাচনে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম মনোনিত হালিম- সাখাওয়াত প্যানেল প্রার্থীদের পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার (৩০ আগস্ট -২০২২) বিকেল ৩টায় জেলা আইনজীবী মিলনায়তনে অনুষ্ঠিত পরিচিতি সভায় সভাপতিত্ব করেন আইনজীবী ফোরাম জেলা ইউনিটের স্টিয়ারিং কমিটির আহ্বায়ক অ্যাডভোকেট মোঃ মোস্তাফিজুর রহমান মোস্তাক।প্রধান অতিথির বক্তব্য রাখেন ও জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম মনোনিত প্যানেলের প্রার্থীদেরকে পরিচয় করিয়ে দেন জেলা বিএনপির সভাপতি এ্যাডভোকেট মোঃ মোফাজ্জল হোসেন দুলাল।বিশেষ অতিথির বক্তব্য রাখেন জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম কেন্দ্রীয় কমিটির সদস্য ও সুপ্রিম কোর্টের আইনজীবী এ্যাডভোকেট আবু হাসান মোহাম্মদ মুশফিকুর রহমান তুহিন ও আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক এ্যাডভোকেট মোঃ ইমাম আলী।

আইনজীবী ফোরাম জেলা ইউনিটের স্টিয়ারিং কমিটির সদস্য সচিব মোঃ মাহফুজুর রহমান খান বিপুলের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন সিনিয়র আইনজীবী কবির বিন গোলাম চার্লি, এ্যাডভোকেট আনোয়ারুল আজিম সরকার খোকন, আইনজীবী ফোরাম জেলা ইউনিটের সাংগঠনিক সম্পাদক মোঃ মাহাফুজ আলী চৌধুরী, সহ-সভাপতি প্রার্থী মোঃ নজরুল ইসলাম-৩, সাধারণ সম্পাদক প্রার্থী মোল্লা মোঃ সাখাওয়াত হোসেন, সহ-সাধারণ সম্পাদক প্রার্থী মোঃ সেরাজুল সালেকিন, সদস্য প্রার্থী তৌহিদা ইয়াসমিন তানিন, আইনজীবী ফোরাম নেত্রী খুরশিদা পারভীন জলি প্রমূখ।

জেলা আইনজীবী সমিতির নির্বাচনে আইনজীবী ফোরাম মনোনিত প্রতিদ্বন্দ্বি প্রার্থীরা হলেন-সভাপতি পদে মোঃ আব্দুল হালমি, সহ-সভাপতি পদে মোঃ নজরুল ইসলাম-৩, সাধারণ সম্পাদক পদে মোল্লা মোঃ সাখাওয়াত হোসেন, সহ-সাধারণ সম্পাদক পদে মোঃ ওয়াহিদুজ্জামান চৌধুরী ডায়মন্ড, মোঃ  সেরাজুল সালেকীন, কোষাধ্যক্ষ পদে মোঃ মিজানুর রহমান-২, শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক পদে মোঃ মনিরুল ইসলাম শাহ মিঠু ও সাহিত্য ও পাঠাগার সম্পাদক পদে তৌহিদা ইয়াসমিন তানিন।

জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম মনোনিত ও ঐক্যজোট সমর্থিত হালিম-সাখাওয়াত প্যানেল মাত্র ৮টি পদে প্রতিদ্বন্দ্বিতা করছে।উল্লেখ্য, দিনাজপুর জেলা আইনজীবী সমিতির নির্বাচনের জন্য গঠিত নির্বাচন কমিশনের প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন শ্রী সরোজ গোপাল রায়।নির্বাচন কমিশনার হিসিবে দায়িত্ব পালন করছেন মোঃ খাদেমুল ইসলাম ও মোঃ রইস উদ্দিন।

উল্লেখ্য, আগামী ৩ সেপ্টেম্বর জেলা আইনজীবী সমিতির নির্বিাচন অনুষ্ঠিত হবে।এতে ৫৩৯ জন আইনজীবী  ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।

IPCS News : Dhaka : মাহাবুবুল হক খান : দিনাজপুর।