দিনাজপুর জেলা আইনজীবী ফোরামের উদ্যোগে শহীদ জিয়ার শাহাদত বার্ষিকী উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল
আপডেটঃ ১২:৩৯ অপরাহ্ণ | জুন ০১, ২০২২
নিউজ ডেস্কঃ
দিনাজপুর:- আধুনিক ও স্বনির্ভর বাংলাদেশের স্থপতি, বহুদলীয় গনতন্ত্রের প্রবর্তক এবং বিএনপি’র প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান’র ৪১তম শাহাদত বার্ষিকী জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম দিনাজপুর জেলা ইউনিটের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৩১ মে) বিকেল ৪টায় জেলা আইনজীবী সমিতি মিলনায়তনে আইনজীবী ফোরাম দিনাজপুর জেলা ইউনিটের সাবেক সহ-সভাপতি এ্যাড. আনিসুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন দিনাজপুর আইনজীবী সমিতির সভাপতি মোঃ একরামুল আমিন।বিশেষ বক্তা হিসেবে বক্তব্য রাখেন আইনজীবী ফোরামের সাবেক সাধারণ সম্পাদক আ ন ম হাবিবুল্লাহ।
ফোরামের সাবেক সাংগঠনিক সম্পাদক আবু মাসুদ ওবায়দুল্লাহ তারেকের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ফোরামের সাবেক যুগ্ম সম্পাদক মোঃ রাশেদুল ইসলাম মানিক, ফোরাম নেতা গোলাম ফারুক মিনহাজুল হাসান, আনোয়ারুল আজিম খোকন, আব্দুল বাকী, ফখরুদ্দিন আলী আশরাফ রঞ্জু, আবু সাঈদ মিনহাজুল হক সুমন প্রমূখ।
অনুষ্ঠানে আইনজীবী ফোরাম নেতা শামিম বিন গোলাম পার্ল, সাইফুল ইসলাম-২, একরামুল হক, মাহবুবুল হক মানিক, রেজাউল ইসলাম, রেজাউল হক, খুরশিদ আলম, মোকাররম আলী, সোবহান উল্লাহ, তোফাজ্জল হোসেনসহ আইনজীবী ফোরামের অন্যান্য নেতাকর্মী উপস্থিত ছিলেন।
আলোচনা সভা শেষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।দোয়া পরিচালনা করেন জেলা আইনজীবী সমিতির ধর্ম বিষয়ক সম্পাদক আলহাজ্ব মোঃ মিজানুর রহমান।
IPCS News : Dhaka : মাহবুবুল হক খান : দিনাজপুর।