সোমবার ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

সংবাদ শিরোনামঃ

দিনাজপুর জেনারেল হাসপাতালের স্টোর রুমে আগুন

আপডেটঃ ১২:২১ অপরাহ্ণ | সেপ্টেম্বর ২১, ২০২২

নিউজ ডেস্কঃ

দিনাজপুর:- দিনাজপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের স্টোর রুমে আগুনের ঘটনা ঘটেছে।তবে এই ঘটনায় তেমন কোনো ক্ষয়-ক্ষতি বা কোনো হতা-হতের খবর পাওয়া যায়নি।মঙ্গলবার (২০ সেপ্টেম্বর-২০২২) দুপুর দেড়টার দিকে হাসপাতালের স্টোররুমে এই অগ্নিকাণ্ড ঘটে।খবর পেয়ে দিনাজপুর ফায়ার সার্ভিসের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।

স্টোর রুমে পুরাতন জিনিসপত্র ও বেডের জন্য পুরাতন ফোম ছিল।সিগারেটের আগুন থেকে এই অগ্নি-কাণ্ডের সূত্রপাত বলে ধারনা হাসপাতাল কর্তৃপক্ষ ও ফায়ার সার্ভিস কর্মকর্তাদের।এদিকে অগ্নি-কাণ্ডের বিষয়টি জানাজানি হওয়ার সঙ্গে সঙ্গেই হাসপাতালে ভর্তি থাকা রোগী ও স্বজনদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।অনেকেই তাৎক্ষণিক ভাবে হাসপাতাল থেকে বেরিয়ে আসেন।

দিনাজপুর ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক মোঃ মনজিল হক জানান, অগ্নি-কাণ্ডের সংবাদ পাওয়ার সঙ্গে সঙ্গেই একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণ করে।সিগারেট থেকে এই অগ্নি-কাণ্ডের ঘটনা ঘটেছে বলে প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে।

হাসপাতালের আবাসিক মেডিকেল কর্মকর্তা (আরএমও) ডাঃ মোঃ পারভেজ সোহেল রানা জানান, অগ্নিকাণ্ডের বিষয়টি জানার সাথে সাথেই দিনাজপুর ফায়ার সার্ভিককে অবহিত করা হয়।পরে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনেন।

হাসপাতালের চতুর্থ তলায় ১০ শয্যা বিশিষ্ট আইসিইউ বিভাগের কাজ চলছে।সেখানে কর্মরত শ্রমিকদের ফেলা সিগারেট থেকে স্টোর রুমে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে।তবে তেমন কোনো ক্ষয়ক্ষতি বা কেউ হতাহত হয়নি।

স্টোর রুমে যেসব মালামাল রয়েছে সেগুলোর একটি তালিকা তৈরি করে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে প্রেরণ করা হয়েছে।সেখান থেকে নির্দেশনা আসলে সেগুলো বিনষ্ট করা হবে।

উল্লেখ্য, ২০২০ সালের ২ সেপ্টেম্বর একই স্টোর রুমে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটে।সে সময় দেড় ঘণ্টা চেষ্টা করে ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।হাসপাতালের চিকিৎসাধীন সকল রোগীকে তাৎক্ষণিক দিনাজপুর এম. আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছিল।

IPCS News : Dhaka : মাহবুবুল হক খান : দিনাজপুর।