দিনাজপুর কোতয়ালী বিএনপির প্রস্তুতি সভা অনুষ্ঠিত
আপডেটঃ ৯:২১ অপরাহ্ণ | আগস্ট ২৩, ২০২২
নিউজ ডেস্কঃ
দিনাজপুর:- দিনাজপুর কোতয়ালী প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে দ্রব্য-মূল্যের উর্দ্ধগতি ও ভোলায় ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দল নেতা হত্যার প্রতিবাদে জেলায় উপজেলায় প্রতিবাদ সমাবেশ উপলক্ষে আগামী ২৭ আগস্ট দিনাজপুর সদর উপজেলা বিএনপির সমাবেশ সফল করার লক্ষ্যে এই প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।মঙ্গরবার (২৩ আগস্ট-২০২২) বণিকের সাড়ে ৫ টায় জেল রােডস্থ দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত কোতয়ালী বিএনপির সভাপতি আলহাজ্ব মোঃ আবু বকর সিদ্দিক’ র সভাপতিত্বে প্রস্তুতি সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির সভাপতি এ্যাড. মোফাজ্জল হোসেন দুলাল।কোতয়ালী বিএনপির সাধারন সম্পাদক ও জেলা বিএনপির যুগ্ম সম্পাদক মুরাদ আহমেদ’র সঞ্চালনায় প্রস্তুতি সভায় বক্তব্য রাখেন জেলা বিএনপির সিনিয়র সহ- সভাপতি মোঃ মোকাররম হোসেন, সাংগঠিনক সম্পাদক ও চেহেলগাজী ইউনিয়নের চেয়ারম্যান মোঃ আনিসুর রহমান বাদশা।
আরো বক্তব্য রাখেন, কোতয়ালী বিএনপির সিনিয়র সহ-সভাপতি ও উথরাইল ইউপি চেয়ারম্যান মোঃ রুহুল আমিন, কোতয়ালী বিএনপির সহ-সভাপতি ও সাবেক চেয়ারম্যান মোঃ রফিকুল ইসলাম, শংকরপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোঃ মোকাররম হোসেন গুরু, যুগ্ম সম্পাদক বাবু চৌধুরী, সাংগঠনিক সম্পাদক মোঃ আইনুল হক প্রমূখ।
সভায় কোতয়ালী বিএনপির ১০টি ইউনিয়নের সভাপতি, সাধারণ সম্পাদক, সাংগঠনিক সম্পাদকসহ বিভিন্ন পর্যায়ের নেতাকের্মী উপস্থিত ছিলেন।সভায় ২৭ আগষ্টের সমাবেশ সফল করতে নেতা-কর্মীদের প্রতি আহবান জানানো হয়।উল্লেখ্য, ২৭ আগষ্টের সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন কেন্দ্রীয় বিএনপির যুগ্ম সম্পাদক মোঃ হারুনর রশিদ এমপি।
IPCS News : Dhaka : মাহবুবুল হক খান : দিনাজপুর।