সোমবার ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

সংবাদ শিরোনামঃ

দিনাজপুরে ৭ দফা দাবীতে প্রধানমন্ত্রী বরাবর বেকারী মালিক সমিতির স্মারকলিপি প্রদান

আপডেটঃ ৬:১০ অপরাহ্ণ | মার্চ ২৮, ২০২২

নিউজ ডেস্কঃ

বেকারী শিল্পকে সংকাটাপন্ন অবস্থা থেকে রক্ষায় ৭ দফা বাস্তবায়নের দাবীতে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করেছে বাংলাদেশ ব্রেড বিস্কুট ও কনফেকশনারী প্রস্তুককারক সমিতি উত্তরবঙ্গ পরিষদ ও দিনাজপুর জেলা বেকারী মালিক সমিতি।সোমবার (২৮ মার্চ) সকাল ১১টায় বাংলাদেশ ব্রেড বিস্কুট ও কনফেকশনারী প্রস্তুককারক সমিতি উত্তরবঙ্গ পরিষদের সভাপতি মোঃ মাকসুল আলম পাটোয়ারী, সাধারণ সম্পাদক মোঃ সেকেন্দল আলী, জেলা বেকারী মালিক সমিতির সভাপতি মোঃ সাইুল্লাহ ও সাধারণ সম্পাদক মোঃ শামীম শেখ স্বাক্ষরিত এই স্মারকলিপি প্রদান করা হয়। জেলা প্রশাসকের পক্ষে স্মারকলিপি গ্রহণ করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ শরিফুল ইসলাম।দিনাজপুর জেলা প্রশাসক ও দিনাজপুর কাস্টমস এক্সাইজ ও ভ্যাট কশিনারেট বিভাগীয় কর্মকর্তা বরাবর স্মারকলিপির কপি হস্তান্তর করা হয়েছে।

বেকারী মালিক সমিতির ৭ দফা দাবীর মধ্যে রয়েছে বর্তমান বাজারমূল্যের অস্থিরতার কারণে পূর্বের ন্যায় এই শিল্পের কাঁচামাল যথা তেল চিনি ময়দা আটা ও ডালডা রেশনিং সিস্টেমে আনা, উৎপাদনের ক্ষেত্রে এই শিল্পকে শর্তহীনভাবে ভ্যাটের আওতামুক্ত রাখা, সকল সরকারী সনদ জেলা প্রশাসকের মাধ্যমে ওয়ানস্টপ সার্ভিসের দ্বারা প্রদান করা, মোবাইল কোর্টের মাধ্যমে অপমানজনক অভিযান বন্ধ করা, হাইকোর্টের নির্দেশনা মোতাবেক খাদ্যপণ্যের গুনগতমান নির্ধারণে প্রয়োজনীয় যন্ত্রপাতিসহ এ বিষয়ে প্রশিক্ষিত এক্সপার্ট মোবাইল কোর্ট অন্তর্ভুক্ত করা ।

বিচারিক ম্যাজিস্ট্রেটের মাধ্যমে মোবাইল কোর্ট পরিচালনা করা, খাদ্যপণ্য উৎপাদনের সুনির্দষ্ট সরকারী নীতিমালা তৈরী করে শিল্প মন্ত্রনালয়ের মাধ্যমে বেকারী মালিককে প্রদান করা, নির্দিষ্ট শিল্পাঞ্চলে এই বেকারী শিল্প স্থাপনের ব্যবস্থা করা এবং প্রণোদনাসহ শিল্পঋণ বিতরণে এই শিল্পের সংগঠনের নির্বাচিত কর্মকর্তাকে অন্তর্ভুক্ত করা ও শিল্প রেটে গ্যাস, পানি ও বিদ্যুৎ বিল প্রদানের ব্যবস্থা করা।

স্মারকলিপিতে ঐতিয্যবাহী বেকারী শিল্পের উন্নতির ব্যাপারে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে বলা হয়, এই শিল্প রক্ষায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৭২-১৯৭৫ সাল পর্যন্ত এর প্রধান কাঁচামাল তেল, চিনি, ময়দা, আটা ও ডালডা রেশনিং সিস্টেম চালু রেখেছিলেন।এই শিল্পকে ইনকাম ট্যাক্সের আওতা বহির্ভূত করেছিলেন, উদ্যোক্তা তৈরীতে স্বল্পহারে বিশেষ ব্যাংক ঋনের ব্যবস্থা করেছিলেন।

আপনি তাঁরই সুযোগ্য কন্যা, আমাদের অভিভাবক।তাই আমাদের ৭ দফা দাবী বাস্তবায়নে আপনার অগ্রণি ভুমিকা আশা করছি।কারণ এই দাবীগুলো বাস্তবায়িত হলে আপনার শিল্পসমৃদ্ধ বাংলাদেশ গড়তে আমরা সচেষ্ট হবো।

স্মারকলিপি প্রদানের সময় দিনাজপুর জেলা বেকারী মালিক সমিতির সাধারণ সম্পাদক মোঃ শামীম শেখ, সহ-সাধারণ সম্পাদক মোঃ জাহিদ হোসেন, বেকারী মালিক সমিটির সদস্য মোঃ মোস্তফা সরকার, মোঃ শাহিদ আলী, মোঃ পলাশ, বেকারী মালিক সমিতির সচিব মোঃ আলতাফ হোসেন সুমনসহ সমিতির অন্যান্য সদস্য উপস্থিত ছিলেন।

IPCS News : Dhaka :  মাহবুবুল হক খান, দিনাজপুর।