সোমবার ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

সংবাদ শিরোনামঃ

দিনাজপুরে ৭শ ইয়াবা ট্যাবলেটসহ একজন মাদক ব্যবসায়ী আটক

আপডেটঃ ৮:৫৯ অপরাহ্ণ | নভেম্বর ১৭, ২০২২

নিউজ ডেস্কঃ

দিনাজপুর:- দিনাজপুরে ৭শ ইয়াবা ট্যাবলেটসহ আব্দুল হাকিম (৪১) নামে একজন মাদক ব্যবসায়ীকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।আজ বুধবার সকাল সাড়ে ১০টার দিকে পার্বতীপুর উপজেলা থেকে এই মাদক ব্যবসায়ীকে আটক করে তারা।আটককৃত মাদক ব্যবসায়ী দিনাজপুর জেলার পার্বতীপুর উপজেলার ৯নং হামিদপুর ইউনিয়নের খলিলপুর সরদারপাড়া এলাকার মো. ছইমুল এর ছেলে।দিনাজপুর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক মো. শাহ্ নেওয়াজ এ তথ্য নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে আজ বুধবার সকাল সাড়ে ১০টার দিকে পার্বতীপুর উপজেলার ৯নং হামিদপুর ইউনিয়নের খলিলপুর সরদারপাড়া এলাকার নিজ বাড়িতে তল্লাশি করে একটি প্লাস্টিক কৌটার ভেতর থেকে পলিথিন মোড়ানো অবস্থায় ৭শ ২০টি ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।এসময় মাদক ব্যবসায়ী মো. আব্দুল হাকিম নামে একজন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়।

৭ দশমিক ২০ গ্রাম ওজনের ইয়াবা ট্যাবলেটগুলো মূল্য দুই লাখ ১৬ হাজার টাকা বলে জানিয়েছেন তিনি।তিনি আরও জানান, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আটককৃত মাদক ব্যবসায়ীকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

IPCS News : Dhaka : আব্দুস সালাম : দিনাজপুর।