সোমবার ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

সংবাদ শিরোনামঃ

দিনাজপুরে স্লুইস গেট নির্মাণ কাজ বন্ধের দাবিতে শত শত নারী পুরুষের মানব বন্ধন ও বিক্ষোভ মিছিল

আপডেটঃ ৭:০৭ অপরাহ্ণ | জানুয়ারি ১৩, ২০২৩

নিউজ ডেস্কঃ

দিনাজপুর:- দিনাজপুর সদরের সুন্দরবন ইউপি’র আত্রাই ও গর্ভেশ্বরী নদীর সংযোগ স্থল গোষ্ঠের ডাঙ্গা/আর্দশ গ্রাম বর্হিভুত রের্কডীয় সম্পত্তিতে পানি উন্নয়ন বোর্ডের স্লুইস গেট নির্মাণ কাজ বন্ধের দাবিতে ঘন্টাব্যাপী মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে সুন্দরবন, হাড়গাঁও এবং সদরপুর গ্রামের নারী ও পুরুষেরা।গতকাল দিনাজপুর সদরের ২ নং সুন্দরবন ইউপি’র সুন্দরবন গ্রামে পানি উন্নয়়ন বোর্ডের তত্ত্বাবধানে নির্মিত সুইস গেট নির্মাণ বন্ধের দাবিতে স্লুইস গেট স্থলে ৩ গ্রামের দুই শতাধিক পরিবারের নারী, পুরুষ, কিশোর ও কিশোরীরা ঘন্টাব্যাপী মানববন্ধন কর্মসূচি পালন করেছে।এসময় তারা বলেন, শত শত একর আবাদি জমি নষ্ট করে সুইস গেট নির্মাণ একটি আত্বঘাতি সিদ্ধান্ত এর প্রভাবে আগামীতে হাজার হাজার কৃষক পরিবার পরিজন নিয়ে মানবেতর জীবনযাপন করতে বাধ্য হবে।

আমরা স্লুইস গেট নির্মাণ বন্ধের জন্য ইতিমধ্যে গ্রামবাসী সকলে মিলে দিনাজপুর জেলা প্রশাসক, পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলীসহ বিভিন্ন দপ্তর প্রধান বরাবর গন স্বাক্ষরিত আবেদন করেছি কিন্তু তাতে কোন ফল হচ্ছে না।

তবে জেলা প্রশাসক কার্যালয়ে আবেদনের প্রেক্ষিতে গত ৩ জানুয়ারী/২৩ ইং তারিখে এডিসি রেভিনিউ মো: আরিফুজ্জামান স্বাক্ষরিত, স্মারক নং ০৫.৫৫.২৭০০.০১১.০৫.০৮১.২১.২৭ এ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করে অবহিত করার জন্যে দিনাজপুর পানি উন্নয়ন বোর্ডকে নির্দেশ প্রদান করা হয়েছে।

বর্তমানে স্লুইস গেট নির্মাণ কাজ দ্রুত গতিতে চালানো হচ্ছে।তারা সরকারের কাছে দাবি করেন এখানে কোনো খাষ জমি নেই,উন্নয়়ন করতে হলে স্লুইস গেট নয়, টেকসই বাঁধ নির্মাণ করুন এবং অসহায়় মানুষকে জমির ন্যায্যমুল্য প্রদান করে জমি অধিগ্রহণ করুন।তারা বলেন, অসহায় কৃষকের জমি অন্যায় ভাবে কেড়ে নেবেন না।

এখানে ক্ষমতার জোরে স্লুইস গেট নির্মাণ করা হলে কৃষকেরা চরম ক্ষতি শিকার হবে।এসময় তারা আরো বলেন, সরকারের শত শত কোটি টাকা ব্যায়় করে নির্মিত স্লুইস গেট মানুষের কল্যাণ করা হচ্ছে না, বর কৃষককে পথে বসানোর চক্রান্ত করা হচ্ছে।

আমরা অনেকে এই জমির উপরে রাজশাহী কৃষি ব্যাংকসহ বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠান হতে ঋন নিয়ে চাষাবাদের মাধ্যমে জীবন ও জীবিকা নিবার্হ করছি।এখানে স্লুইস গেট নির্মিত হলে তফশিল বর্ণিত সিএস/এসএ//আরএস রেকর্ডীয় শত শত একর সম্পত্তি/আবাদি কৃষি জমি স্থায়ীভাবে জলাশয়ে পরিনত হবে ফলে আমরা জমি হারিয়ে নি:স্ব হয়ে যাবো।

মানববন্ধন চলাকালে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন, শিক্ষক মুক্তি কুমার রায়়, কৃষক মোঃ তোজাম্মেল হক, মোঃ নুর ইসলাম, একরামুল হক,শ্রী অমুল্য রায়়,রিপন রায়় প্রমুখ।এ ব্যাপারে দিনাজপুর পানি উন্নয়ন বোর্ডের নিবার্হী প্রকৌশলীর কাযর্যালয়ে গিয়ে দীর্ঘক্ষন অপেক্ষা করলেও নিবার্হী প্রকৌশলী মো: রাকিবুল হাসান সাংবাদিকদের সঙ্গে সাক্ষাত দিতে চেয়েও ইচ্ছেকৃত ভাবে কালক্ষেপন করতে থাকেন ও কোনোরুপ সাক্ষাত দেননি।

IPCS News : Dhaka : আব্দুস সালাম : দিনাজপুর।