সোমবার ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

সংবাদ শিরোনামঃ

দিনাজপুরে স্বাধীনতা ও জাতীয় উপলক্ষে ইসলামী ব্যাংক হাসপাতালের উদ্যোগে আলোচনা ও দোয়া মাহফিল

আপডেটঃ ৩:৪৪ অপরাহ্ণ | মার্চ ২৭, ২০২২

দিনাজপুর প্রতিনিধি :- ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২২ উপলক্ষে ইসলামী ব্যাংক কমিউনিটি হাসপাতাল দিনাজপুর লিমিটেডের উদ্যোগে আলোচনা সভা, দোয়া মাহফিল ও ফ্রি ব্লাড গ্রুপিং ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।শনিবার (২৬ মার্চ) সকাল ৯টায় হাসপাতাল মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান আলোচক হিসেবে আলোচনা করেন হাসপাতালের পরিচালক অধ্যাপক আ স ম ইব্রাহীম।হাসপাতালের সিনিয়র অফিসার (প্রশাসন) ও হাসপাতাল ইনচার্জ মোঃ শামসুল হুদা’র সভাপতিত্বে ও হাসপাতালের অফিসার (গ্রেড-২) প্রশাসন মোঃ নুরুজ্জামান হক’র সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন হাসপাতালের হিসাব অফিসার মোঃ আবুল কাশেম ও হাসপাতালের সহকারী অফিসার গ্রেড-৩ (রিসিপসনিষ্ট কাম ক্যাশিয়ার) মেহেরুন নাহার।অনুষ্ঠানে হাসপাতালের মার্কেটিং অফিসার মোঃ আব্দুল্লাহিল বারী, হাসপাতালের নার্সসহ অন্যান্য কর্মকর্তা-কর্মচারী উপস্থিত ছিলেন।

আলোচনা সভা শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ মুনাজাত পরিচালনা করেন হাসপাতালের পারচেজ অফিসার মোঃ আবুল কালাম আজাদ।

উল্লেখ্য, ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে ইসলামী ব্যাংক কমিউনিটি হাসপাতালের উদ্যোগে সকাল ১০টা হতে দুপুর ১টা পর্যন্ত ফ্রি ব্লাড গ্রুপিং ক্যাম্পে দুই শতাধিক মানুষের ফ্রি ব্লাড গ্রুপিং করা হয়।

IPCS News : Dhaka : মাহবুবুল হক খান : দিনাজপুর।