দিনাজপুরে সমাজকর্ম ও শিশু সুরক্ষায় র্যালী আলোচনা সভা অনুষ্ঠিত
আপডেটঃ ৩:৩৯ অপরাহ্ণ | আগস্ট ০১, ২০২২
নিউজ ডেস্কঃ
দিনাজপুর:- দিনাজপুরে সমাজকর্ম ও শিশু সুরক্ষায় সমাজকর্মীদের গুরুত্ব বিষয়ক র্যালী এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।দিনাজপুর শহর সমাজসেবা কার্যালয়ের আয়োজনে এই র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।শনিবার (৩০ জুলাই-২০২২) সকালে শহরের পাটুয়াপাড়া শহর সমাজসেবা কার্যালয় থেকে এক বর্ণাঢ্য র্যালী বের হয়ে শহরের গুরুত্বপুর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় শহর সমাজসেবা কার্যালয়ে গিয়ে শেষ হয়।র্যালি শেষে শহর সমাজসেবা সমন্বয় পরিষদের সভাপতি মোঃ বজলুল হক’র সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।সভায় স্বাগত বক্তব্য রাখেন শহর সমাজসেবা অফিসার ও দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ মোঃ মাইনুল ইসলাম।এমএনডিএফ’র নির্বাহী পরিচালক আব্দুল হামিদ’র সঞ্চালনায় সভায় মূখ্য আলোচক হিসেবে আলোচনা করেন দিনাজপুর আদর্শ কলেজের সমাজকর্ম বিভাগের প্রভাষক মাহবুবা খাতুন।
পরে প্রধান আলোচক হিসেবে আলোচনা করেন দিনাজপুর সরকারি মহিলা কলেজের সমাজকর্ম বিভাগের সহকারি অধ্যাপক মোঃ তারেকুল ইসলাম।অন্যান্যের মধ্যে আলোচনা করেন শহর সমাজসেবা সমন্বয় পরিষদের সহ-সভাপতি কামরুল হুদা হেলাল, সমাজসেবক আলেয়া বেগম, এনজিও প্রতিনিধি মোজাফ্ফর হোসেন, পৌর কাউন্সিলর জুলফিকার আলী স্বপন, কাজী আশরাফুজ্জামান বাবু প্রমুখ।
IPCS News : Dhaka : মাহবুবুল হক খান : দিনাজপুর।