দিনাজপুরে শিশু-কিশোরদের সাথে অভিভাবকদের মতবিনিময় ও ক্রিড়া প্রতিযোগীতা অনুষ্ঠিতঃ
আপডেটঃ ১১:৫৩ পূর্বাহ্ণ | ডিসেম্বর ১৮, ২০২২
নিউজ ডেস্কঃ
দিনাজপুর:- সজীব মন শিশু সংগঠনের উদ্যোগে মহান বিজয় দিবসে সকল শহিদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে শিশু-কিশোর,অভিভাবকদের নিয়ে ক্রীড়া, সাহিত্য-সাংস্কৃতিক সংগঠন, দিনাজপুর নূরে বাগ জামে মসজিদ-আবাসিক এলাকা মিশন রোড (চাতরা পাড়ায়) ১৭ই ডিসেম্বর ২০২২ অনুষ্ঠিত হয়েছে।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি ও পরিচালক জি,এম,হিরু বক্তব্যে বলেন।১৯৭২ সালে এই সংগঠন টি প্রতিষ্ঠিত হয়। শিশুদের মানসিক বিকাশে’র লক্ষ্যে শিশু-কিশোরদের নিয়ে পড়াশোনা’র পাশাপাশি ক্রিড়া, সাহিত্য, সাংস্কৃতিক অনুষ্ঠান করে বর্তমান এই আধুনিক যুগে শিশু-কিশোরদের মোবাইলের আসক্তি থেকে ফিরিয়ে আনাই এই সংগঠনের মূল লক্ষ্য ও উদ্দেশ্য।ধীরে ধীরে এই সংগঠন টি সারা দেশেই বিস্তার লাভ করবে বলে আশা প্রকাশ করেন, সংগঠনটি কে আরও এগিয়ে নিতে সর্বস্তরের মানুষের সার্বিক সহযোগিতা কামনা করেন তিনি।
অনুষ্ঠান টির সঞ্চালনা ও পরিচালনা করেন অর্নব ও তার গ্রুপ।অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন দিনাজপুর বিরল উপজেলা সরকারি কলেজ’র প্রভাষক জোৎস্নারা হিরা, ইসরাত জাহান বৃষ্টি, কুঠিবাড়ী বি,জি,বি স্কুলের প্রধান শিক্ষক মোঃ বেল্লাল হোসেন,বি,জি,বি অবসরপ্রাপ্ত মোঃ মজিবুর রহমান, অবসরপ্রাপ্ত রেলওয়ে কর্মচারী মোঃ আব্দুর রউফ খান, বিশিষ্ট ব্যবসায়ী,সমাজ সেবক,রাজনীতিবিদ মোঃ শহীদুল ইসলাম সহ এলাকার গন্য-মান্য ব্যক্তি বর্গ ও অভিভাবক বৃন্দ।
সকাল ৮ টায় শিশু কিশোরদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা, যেমন খুশি তেমন সাজো, মরগ লড়াই,অভিভাবক দের মধ্যে মায়েদের বালিশ খেলা, পুরুষদের ফুটবল খেলা, বিজয়ীদের মাঝে পুরুস্কার বিতরণ ও প্রিতী ভোজের মাধ্যমে রাত ৯ ঘটিকায় অনুষ্ঠান টি সমাপ্ত হয়।
IPCS News : Dhaka : আব্দুস সালাম : দিনাজপুর।