সোমবার ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

সংবাদ শিরোনামঃ

দিনাজপুরে শহীদ জিয়াউর রহমানের ৪২তম শাহাদাত বার্ষিকী উদযাপন

আপডেটঃ ৭:৪৯ অপরাহ্ণ | মে ৩০, ২০২৩

নিউজ ডেস্কঃ

দিনাজপুর:- ৩০ মে ২০২৩ মঙ্গলবার সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের ৪২ তম শাহাদত বার্ষিকী উদযাপন উপলক্ষ্যে দিনাজপুর পৌর বিএনপি নিমনগর ফুলবাড়ী বাসস্ট্যান্ড শাখার আয়োজনে এবং বিএনপি নেতা মো. আব্দুল কাইয়ুম, মো. মজিবুর রহমান, আব্দুস সামাদ, এমরুল ইসলাম এম্বু , আলী আকবর, মো. মিজানুর রহমান মিজান ও হিরু এর নেতৃত্বে বিভিন্ন কর্মসূচি পালন করেছে।

কর্মসূচি গুলোর মধ্যে সকাল থেকে দুপুর পর্যন্ত কোরআন তেলাওয়াত, দোয়া মাহফিল ও দুস্থদের মাঝে খাদ্য বিতরণ করা হয়।উক্ত কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন দিনাজপুর জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট মো. মোফাজ্জল হোসেন দুলাল, সাধারণ সম্পাদক বখতিয়ার আহমেদ কচি, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মহিউদ্দিন মন্ডল বকুল।

অপরদিকে সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের ৪২ তম শাহাদত বার্ষিকী উদযাপন উপলক্ষ্যে জিয়া হার্ট ফাউন্ডেশন, জিয়া হার্ট ফাউন্ডেশন হাসপাতাল এন্ড রিসার্চ ইনস্টিটিউট, কেয়ার স্পেশালাইজড জেনারেল হাসপাতাল দিনাজপুর ও দিনাজপুর কেয়ার নার্সিং কলেজ এর আয়োজনে বাদ যোহর দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

উক্ত দোয়া মাহফিল এ অংশগ্রহণ করেন জিয়া হার্ট ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক এ কে এম আজাদ, যুগ্ম সম্পাদক আবু তাহের আবু, কোষাধ্যক্ষ মো. আনোয়ারুল কবির, প্রধান নির্বাহী কর্মকর্তা গোলাম রসুল রকেট, প্রশাসনিক কর্মকর্তা সামসের আলী, সহকারী প্রকৌশলী মো. রফিকুল ইসলাম, জনসংযোগ কর্মকর্তা সৈয়দ শফিকুর রহমান পিন্টু, দিনাজপুর কেয়ার নার্সিং কলেজ এর সচিব মো. শাহজাহান আলী সহ প্রতিষ্ঠানের সকল কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।

IPCS News : Dhaka : আব্দুস সালাম : দিনাজপুর।