দিনাজপুরে মিথ্যা বানোয়াট সংবাদ সম্মেলনের প্রতিবাদে প্রতিপক্ষের পাল্টা সংবাদ সম্মেলন
আপডেটঃ ৯:৪৬ অপরাহ্ণ | জুলাই ১৭, ২০২৩
নিউজ ডেস্কঃ
দিনাজপুর:- দিনাজপুরে মিথ্যা বানোয়াট ও ভিত্তিহীন সংবাদ সম্মেলনের প্রতিবাদ জানিয়ে পাল্টা সংবাদ সম্মেলন করেছেন প্রতিপক্ষ সদর উপজেলার আউলিয়াপুর ইউনিয়নের পশ্চিম মোহনুর গ্রামের মৃত সাফাতুল্লাহ’র ছেলে মোঃ আব্দুর রহিম।সোমবার (১৭ জুলাই-২০২৩) দুপুরে দিনাজপুর প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এই সংবাদ সম্মেলন করেন।সম্মেলনে লিখিত বক্তব্যে আব্দুর রহিম বলেন, গত ১৫ জুলাই একই উপজেলার বলদিয়াপুকুর গ্রামের মৃত আব্দুল মজিদের ছেলে আব্দুল আজিজ সংবাদ সম্মেলনে গোডাউন ঘর ভাংচুর, আলু, ফ্রিজ ও গ্যাস সিলিন্ডারসহ বিভিন্ন মালামাল চুরির যেসব তথ্য উপস্থাপন করেছেন তা সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন।আব্দুল আজিজ নিজের অপকর্ম ধামাচাপা দিতেই এই ধরনের সংবাদ সম্মেলন করেছেন।
সংবাদ সম্মেলনে আব্দুর রহিম বলেন, গত ০৭-০৭-২০২৩ তারিখ আমি আমার নামীয় সম্পত্তিতে ঘর তৈরী করতে গেলে আব্দুল আজিজ গংরা সন্ত্রাসী কায়দায় দেশীয় অস্ত্রসস্ত্রসহ আমার গোডাউন ঘরের সামনে এসে আমার উপর হামলা করে।এ সময় আশপাশের পাড়ার লোকজনের বাধায় আব্দুল আজিজ গংরা সেখান থেকে চলে যায়।
আমাকে মারতে না পারায় আব্দুল আজিজ নিজের অপরাধ ধামাচাপা দিতে মিথ্যা ঘটনা সাজিয়ে থানায় মামলা করেন এবং সংবাদ সম্মেলন করেন।তার মিথ্যা সংবাদ সম্মেলনের প্রতিবাদ জানাচ্ছি।সংবাদ সম্মেলনে আব্দুর রহিম আরো বলেন, আব্দুল আজিজ একজন সন্ত্রাসী ও উগ্রপন্থি ব্যক্তি।সে গত ১৯-৯-২০১৬ তারিখ মোহনপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোয়াজ্জেম হোসেনকে স্কুলে মারপিট করেছিল।
এছাড়া আব্দুল খালেক এক ব্যক্তিকে ও সাইফুল নামে এক ব্যক্তিকেও মারপিট করেছিল।সংবাদ সম্মেলনে আব্দুর রহিম বলেন, দিনাজপুর সদর উপজেলার পশ্চিম মোহনপুর মৌজার ১৩৩ জেএলভুক্ত সি,এস-১০৯ ও এস,এ-১২০ খতিয়ানভুক্ত ৩৪৮ দাগের মোট ৩২ শতকের মধ্যে আমার পিতা মৃত সাফাতুল্লাহ পৈত্রিকসূত্রে ৮ শতক সম্পত্তি প্রাপ্ত হয়।
সাফাতুল্লাহ ভোগদখল করা অবস্থায় আমি ছোট পুত্র হিসেবে গত ০৯-০১-১৯৮৬ সালে ৫১৫ নং দলিলমূলে সাড়ে ৩ শতক সম্পত্তি হেবাবিল এওয়াজ দলিলমূলে হস্তান্তর করে দখল বুঝিয়ে দেন এবং অবশিষ্ট অংশ পৈত্রিকসূত্রে প্রাপ্ত হয়ে বর্তমান বাংলাদেশ জরিপে সর্বমোট ৫ শতক সম্পত্তি আমার নামে (আব্দুর রহিম) রেকর্ডভুক্ত হয়।উক্ত সম্পত্তি আমি আমার নামে খারিজ করে সন সন খাজনাদি আদায় করে আসছি।
এই সম্পত্তিতে আব্দুল আজিজের কখনো কোন প্রকার দখল বা কোন গোডাউন ঘর ছিল না, বর্তমানেও নেই।সংবাদ সম্মেলনে আব্দুর রহিম আব্দুল আজিজের মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন সংবাদ সম্মেলনের প্রতিবাদ জানান এবং এ ব্যাপারো সুষ্ঠু তদন্ত করে তার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবী জানান।সংবাদ সম্মেলনে মোঃ সাদেকুর রহমান, মোঃ সামসুর রহমান (৫০), মোঃ গুলজার রহমান ও আনিসুর রহমান উপস্থিত ছিলেন।
IPCS News : Dhaka : আব্দুস সালাম : দিনাজপুর।