দিনাজপুরে মহান মে দিবসে জেলা প্রশাসন ও আঞ্চলিক শ্রম দপ্তরের উদ্যোগে বিভিন্ন কর্মসূচী গ্রহণ
আপডেটঃ ২:৪৭ অপরাহ্ণ | এপ্রিল ২৮, ২০২২
নিউজ ডেস্কঃ
দিনাজপুর:-“শ্রমিক-মালিক একতা, উন্নয়নের নিশ্চয়তা” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারা দেশের ন্যায় দিনাজপুরেও মহান মে দিবস-২০২২ পালন করা হবে।এ উপলক্ষে দিনাজপুর জেলা প্রশাসন ও আঞ্চলিক শ্রম দপ্তর যৌথভাবে দিনাজপুর কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর’র সহযোগিতায় বিভিন্ন কর্মসূচী গ্রহণ করেছে।এসব কর্মসূচীর মধ্যে রয়েছে ১ মে রবিবার-২০২২ সকাল ৯টায় দিনাজপুর ইনস্টিটিউট প্রাঙ্গণ হতে বর্ণাঢ্য র্যালি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে জেলা শিল্পকলা একাডেমী প্রাঙ্গণে গিয়ে শেষ হবে।র্যালি শেষে শিল্পকলা একাডেমী মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হবে।এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপি।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন দিনাজপুরের পুলিশ সুপার মোহাম্মদ আনোয়ার হোসেন, বিপিএম, পিপিএম (বার)।
অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন দিনাজপুরের জেলা প্রশাসক খালেদ মোহাম্মদ জাকী।এসব কর্মসূচীতে দিনাজপুরের বিভিন্ন শ্রমিক সংগঠনের ব্যক্তিবর্গসহ সংশিষ্ট সকলকে যথা সময়ে উপস্থিত থাকতে অনুরোধ জানিয়েছেন দিনাজপুর আঞ্চলিক শ্রম দপ্তরের উপ-পরিচালক মোহাঃ আবুল বাসার।
IPCS News : Dhaka : মাহবুবুল হক খান : দিনাজপুর।