সোমবার ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

সংবাদ শিরোনামঃ

দিনাজপুরে ভোক্তা অধিকারের অভিযান ও জরিমানা

আপডেটঃ ৯:২৫ অপরাহ্ণ | আগস্ট ২২, ২০২২

নিউজ ডেস্কঃ

দিনাজপুর:- গতকাল সোমবার সকাল ১১ টায় দিনাজপুর বীরগঞ্জ উপজেলায় তিনটি বাজারে তিনটি দোকানে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মমতাজ বেগমের তত্ত্বাবধানে অভিযান পরিচালনা করা হয় এছাড়া অভিযানে অংশ গ্রহণ করেন সিনিয়র কৃষি বিপণন কর্মকর্তা মোঃ হুমায়ুন কবির কৃষি বিপণন অধিদপ্তর, দিনাজপুর।প্রথমে দিনাজপুর বীরগঞ্জ উপজেলা কাচারী বাজার মনতাসিন ষ্টোর এর মালিক আবু সায়েম, দুই হাজার নকল সালমা বিড়ি, মেয়াদ উত্তীর্ণ খাবার বিস্কুট, ভেজাল কসমেটিক, বেবী ফুড, গুঁড়া দুধ, মেয়াদ উত্তীর্ণ গ্লুুকোস- ডি ( গুঁড়া দুধ) রাখার অপরাধে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।পাশ্ববর্তী সনকা বাজার ৪ নং পাল্টা পুর ইউনিয়ন এলাকায় নকল ১২ হাজার সালমা বিড়ি, মেয়াদ উত্তীর্ণ কেক, আচার ও পন্যের মুল্য তালিকা না থাকায় ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

বীরগঞ্জ পৌর বাজার এলাকায় বিসমিল্লাহ খাদ্য ভান্ডারে খাবার অযোগ্য নিম্ন মানের চাল রাখার অপরাধ ও পন্য মুল্য না থাকায় ৫ হাজার টাকা জরিমানা করা হয়।এই বিষয়ে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মমতাজ বেগম সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন অভিযান চলমান আছে এবং অব্যাহত থাকবে।

IPCS News : Dhaka : আব্দুর সালাম : দিনাজপুর।