সোমবার ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

সংবাদ শিরোনামঃ

দিনাজপুরে বিভিন্ন আয়োজনে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্মবার্ষিকী পালিত

আপডেটঃ ১১:০৮ অপরাহ্ণ | জানুয়ারি ২০, ২০২৩

নিউজ ডেস্কঃ

দিনাজপুর:- দিনাজপুরের বিভিন্ন আয়োজনে মহান স্বাধীনতার ঘোষক, বাংলাদেশের বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান (বীর উত্তম) এর ৮৭তম জন্মবার্ষিকী পালিত হয়েছে।এসব আয়োজনের মধ্যে ছিল হাফেজ ছাত্রদের মাঝে কুরআন শরীফ বিতরণ, শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ, আলোচনা সভা ও দোয়া মাহফিল।

বৃহস্পতিবার (১৯ জানুয়ারী-২০২৩) বিকেল ৩টায় জেল রোডস্থ দলীয় কার্যালয়ে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল দিনাজপুর জেলা শাখার আয়োজনে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।আলোচনা শেষে হাফেজ ছাত্রদের মাঝে কুরআন শরীফ বিতরণ করা হয়।

জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক রাসেল আলী চৌধুরী লিমনের সভাপতিত্ব ও সদস্য সচিব মোঃ সাইফুল আযম সোহেলের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রদান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সভাপতি এ্যাড. মোফাজ্জল হোসেন দুলাল, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক বখতিয়ার আহমম্মদ কচি।

অনুষ্ঠানে জেলা ছাত্রদলের সভাপতি মোঃ রেজাউর রহমান রেজা, সাধারণ সম্পাদক আবুজার সেতুসহ স্বেচ্ছাসেবক দল ও বিভিন্ন অঙ্গসহযোগী সংগঠনের নেতাকর্মী উপস্থিত ছিলেন।পরে বাদ আসর জেলা বিএনপির আয়োজনে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

জেলা বিএনপির সভাপতি এ্যাড. মোফাজ্জল হোসেন দুলালের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক বখতিয়ার আহমম্মদ কচি, সিনিয়র সহ-সভাপতি মোঃ মোকাররম হোসেন, সহ-সভাপতি আলহাজ্ব মাহবুব আহম্মেদ, সাংগঠনিক সম্পাদক হাসনাহেনা চৌধুরী হিরা, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মোঃ মহিউদ্দিন মন্ডল বকুল, সিনিয়র সহ-সভাপতি মোঃ সামসুজ্জামান চৌধুরী খোকা, জেলা মহিলাদলের সভাপতি মিসেস জিনাত আারা, সাধারণ সম্পাদক শাহিন সুলতানা বিউটি, জেলা যুবদলের সভাপতি আব্দুর মোন্নাফ মুকুল প্রমূখ।

আলোচনা সভায় জেলা বিএনপি, পৌর বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল, মহিলাদলসহ বিএনপির বিভিন্ন অঙ্গসহযোগি সংগঠনের নেতাকের্মী উপস্থিত ছিলেন।এদিকে বিকেল ৫টায় জেল রোডস্থ দলীয় কার্যালয়ে জেলা মহিলাদলের আয়োজনে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৮৭তম জন্ম বার্ষিকী উপলক্ষে কম্বর বিতরণ করা হয়।

কম্বর বিতরন অনুষ্ঠানে প্রদান অতিথি হিসেবে উপস্থিত থেকে শীতার্ত মানুষের হাতে নম্বর তুলে দেন বিএনপির রংপুর বিভাগীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক ও দিনাজপুর পৌরসভার মেয়র সৈয়দ জাহাঙ্গীর আলম।এ সময় জেলা মহিলাদলের সভাপতি মিসেস জনাত আরা, সাধারণ সম্পাদক শাহিন সুলতানা বিউটিসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী উপস্থিত ছিলেন।

IPCS News : Dhaka : মাহবুবুল হক খান : দিনাজপুর ।