সোমবার ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

সংবাদ শিরোনামঃ

দিনাজপুরে বিভিন্ন আয়োজনে বিশ্ব শিশু-শ্রম প্রতিরোধ দিবস পালিত

আপডেটঃ ১০:২৮ অপরাহ্ণ | জুন ১৩, ২০২২

নিউজ ডেস্কঃ

দিনাজপুর:- “সামাজিক সুরক্ষা ও কল্যাণ নিশ্চিত করি, শিশুশ্রম বন্ধ করি।”এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারা দেশের ন্যায় দিনাজপুরে বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস-২০২২ পালিত হয়েছে।এ উপলক্ষে দিনাজপুর জেলা প্রশাসন, কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর দিনাজপুর এবং ওয়ার্ল্ড বাংলাদেশ দিনাজপুর এপি’র আয়োজনে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।রবিবার (১২ জুন) বিকেল ৫টায় বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস উপলক্ষে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে এক বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় জেলা প্রশাসক কার্যালয়ের সামনে এসে শেষ হয়।বেলুন উড়িয়ে র‌্যালির আনুষ্ঠানিক উদ্বোধন করেন জেলা প্রশাসক খালেদ মোহাম্ম জাকী।র‌্যালি শেষে জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

জেলা প্রশাসক খালেদ মোহাম্মদ জাকী’র সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ শরিফুল ইসলাম, দিনাজপুর আঞ্চলিক শ্রম দপ্তরের সহকারী পরিচালক মোঃ সাজ্জাদ হোসেন খান, কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর দিনাজপুরের উপ-মহাব্যবস্থাপক মাহফুজুর রহমান ভুইয়া।

আলোচনা সভায় শিশুশ্রমের উপর মুল প্রবন্ধ উপস্থপান করেন ওয়ার্ল্ড বাংলাদেশ দিনাজপুর এপি’র সিনিয়র ম্যানেজার অরবিন্দ সিলভেস্টার গমেজ।অনুষ্ঠান সঞ্চালনা করেন ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ শিশুশ্রম প্রকল্পের প্রকল্প কর্মকর্তা রিচার্ড তাপস দাস।

আলোচনা সভায় সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক খালেদ মোহাম্ম জাকী বলেন, আমাদের সকলকে আইনের প্রতি শ্রদ্ধাশীল হতে হবে।শুধু আইন করে নয়, আইনের পাশাপাশি সচেতনতা বৃদ্ধি করতে হবে।তাহলে শিশুশ্রম প্রতিরোধ করা সম্ভব হবে।

র‌্যালি ও আলোচনা সভায় দিনাজপুর আঞ্চলিক শ্রম দপ্তরের শ্রম কর্মকর্তা মোঃ হুমায়ুন কবির, দিনাজপুর কলকারকানা ও প্রতিষ্ঠান অধিদপ্তরের শ্রম পরিদর্শক মোঃ জুলফিকার আলী, মোঃ হুমায়ুন কবির, জাহাঙ্গীর আলম, জেলা চাউলকল মালিক গ্রুপের সভাপতি মোঃ মোসাদ্দেক হুসেন, সাধারণ সম্পাদক মোঃ মোসাদ্দেক হোসেন চৌধুরী পাপ্পু, দিনাজপুর সদর উপজেলা হোটেল এন্ড রেষ্টুরেন্ট শ্রমিকদলের সভাপতি মোঃ জাহাঙ্গীর আলম, সাধারণ সম্পাদক মোঃ শাহজাহান আলী, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ শিশুশ্রম প্রকল্পের প্রকল্প কর্মকর্তা পলাশ ক্রুশ, টনি কস্তা, স্পন্সরশীপ কর্মকর্তা দিনো দাসহ বিভিন্ন সরকারী দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, দিনাজপুর পৌরসভার ১২টি ওয়ার্ডের ওয়ার্ল্ড ভিশনের শিশুশ্রম মনিটরিং কমিটির সদস্যবৃন্দ অংশগ্রহণ করেন।

আলোচনা শেষে বিশ^ শিশুশ্রম প্রতিরোধ দিবস-২০২২ উপলক্ষে ওয়ার্ল্ড ভিশন আয়োজিত শিশুদের জন্য বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরষ্কার তুলে জেলা প্রশাসক খালেদ মোহাম্ম জাকী।

IPCS News : Dhaka : মাহবুবুর হক খান, দিনাজপুর।