সোমবার ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

সংবাদ শিরোনামঃ

দিনাজপুরে বিচারের দাবিতে মানববন্ধন

আপডেটঃ ৩:০২ অপরাহ্ণ | অক্টোবর ২৪, ২০২৩

নিউজ ডেস্কঃ

দিনাজপুর:- পঙ্গু প্রতিবন্ধী ও তার সহোদর ভাইকে কুপিয়ে রক্তাক্ত জখম স্ত্রীকে শ্লীলতাহানি, মারধর হোটেল ভাঙচুর করেছে দুর্বৃত্তরা।গতকাল সোমবার দিনাজপুর সদর উপজেলা কার্যালয়ের পাশে দিনাজপুর জেলা ট্রাক ও ট্যাংকলরি শ্রমিক ইউনিয়ন কার্যালয়ের সামনে দুপুর ১২ টা থেকে বিকেল ৩ টা পর্যন্ত টানা ৩ ঘণ্টা মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।ক্ষতিগ্রস্ত পরিবারসহ এলাকাবাসী মানববন্ধনে অংশগ্রহণ করেন।ক্ষতিগ্রস্তদের পক্ষে বক্তব্য রাখেন দিনাজপুর জেলা ট্রাক ও ট্যাংকলরি শ্রমিক ইউনিয়নের সাধারণ স¤পাদক সাদাকাতুল বাড়ি, ক্ষতিগ্রস্ত পরিবার ও এলাকাবাসী ঘটনার বিবরণে জানা গেছে, ১ নং চেহেলগাজী ইউনিয়নের অন্তর্গত বটতলী ট্রাক টার্মিনালের ভিতর টিনের ছাপরা ও টিনের বেড়া দিয়ে হোটেল পরিচালনা করতো পঙ্গু প্রতিবন্ধী হামিদুল তার স্ত্রী মোছা. সুরভি বেগম হামিদুলের সহোদর ভাই রুবেল।

ইউনিয়নের বড়ইল (বেহারি পাড়ার) মো. হাশেম আলির পুত্র মো. রকি, মো. ডলার, মো. তুষার উভয় পিতা অজ্ঞাত অন্যের ঝগড়া বিবাদ টেনে এনে সঙ্গবদ্ধ বিপথগামীদের সাথে নিয়ে গত রবিবার ২২-১০-২০২৩ আনুমানিক দুপুর ২ টায় অতর্কিত দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে হামলা চালায়।পঙ্গু প্রতিবন্ধী হামিদুলকে এলোপাতাড়ি ধারালো অস্ত্র দিয়ে কোপায় হাতসহ সারা শরীরে রক্তাক্ত জখম হয়।

সহোদর ভাই রুবেলকে রক্তাক্ত জখম করে হামিদুলের স্ত্রী সুরভি বেগমকে মারধর, শ্লীলতাহানি, চেয়ার টেবিল, হাঁড়িপাতিল, ভাতের গামলা, মাংসের কড়াই, হোটেলের টিনের বেড়া ভাঙচুর করলে এতে এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা ক্ষতিসাধন হয়।এ ব্যাপারে দিনাজপুর কোতোয়ালী থানায় সুরভি বেগম তিনজনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা ৫ জনের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেছেন।

দিনাজপুর কোতোয়ালী থানার অফিসার ইনচার্জ মো. ফরিদ হোসেন জানান, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে লিখিত অভিযোগ পেয়েছি তদন্ত পূর্বক আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

 IPCS News : Dhaka : আব্দুস সালাম : দিনাজপুর।