দিনাজপুরে বিএনপি ও জামায়াতের বিশাল গণমিছিল
আপডেটঃ ৬:১৩ অপরাহ্ণ | ডিসেম্বর ২৪, ২০২২
নিউজ ডেস্কঃ
দিনাজপুর:- পুলিশি বাধা উপেক্ষা করে দিনাজপুরে জামায়াত-শিবিরের কর্মীরা বিক্ষোভ মিছিল করেছে।মিছিলের আগে ও মিছিল শেষে শহরের বিভিন্ন স্থানে অটোরিক্সায় তল্লাশী চালিয়ে অন্তত ১৫ জন জামায়াত শিবিরের নেতাকর্মীকে আটক করেছে।দিনাজপুরে পুলিশের বাধা উপেক্ষা করে স্মরণকালের সবচেয়ে বড় বিক্ষোভ মিছিল করেছে জামাযাত-শিবির।জামায়াত-শিবিরের এই গণমিছিল থেকে অন্তত ১৫ জনকে আটক করেছে পুলিশ।শনিবার (২৪ ডিসেম্বর-২০২২) সকাল সাড়ে ১১টার দিকে দিনাজপুর স্টেশন চত্বর থেকে পৌরসভা মোড় পর্যন্ত জামায়াত-শিবিরের বিক্ষোভ মিছিল বের করে।দিনাজপুর স্টেশন চত্বর হতে মিছিল বের হলে কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ (ওসি) তানভীরুল ইসলামসহ ডিবির কিছু পুলিশ বাধা দেয়।এতে জামাত-শিবিরের নেতাকর্মীরা ক্ষিপ্ত হয়ে আক্রমণ করার উদ্যত হলে পুলিশ ঘটনাস্থল ত্যাগ করে।
পরবর্তীতে বিক্ষোভ মিছিলটি স্টেশন চত্বর থেকে বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ এলাকায় প্রদক্ষিণ শেষে দিনাজপুর জেনারেল হাসপাতাল মোড়ে গিয়ে মিছিল শেষ হয়।অপরদিকে জেলা বিএনপির আয়োজনে বিএনপির হাজারো নেতাকর্মীর অংশগ্রহণে শান্তিপূর্ণ গণ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
বিএনপির গণমিছিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাজশাহী সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মিজানুর রহমান মিনু, বিএনপি রংপুর বিভাগীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক ও দিনাজপুর পৌরসভার মেয়র সৈয়দ জাহাঙ্গীর আলম, জেলা বিএনপির সভাপতি এডভোকেট মোফাজ্জল হোসেন দুলাল সাধারণ সম্পাদক বখতিয়ার আহমেদ কচি।
IPCS News : Dhaka : আব্দুস সালাম : দিনাজপুর।