সোমবার ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

সংবাদ শিরোনামঃ

দিনাজপুরে বিএনপির স্মরণকালের বিশাল মানব বন্ধন অনুষ্ঠিত

আপডেটঃ ১১:২১ অপরাহ্ণ | মার্চ ১১, ২০২৩

নিউজ ডেস্কঃ

দিনাজপুর:- দিনাজপুরে বিএনপি’র স্মরণকালের বিশাল মানব বন্ধন অনুষ্ঠিত হয়েছে।বিদ্যুতের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি, চাল-ডাল-তেল-কৃষি উপকরণ, শিক্ষা উপকরণসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে এবং বর্তমান সংসদ বিলুপ্ত করে নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন, বেগম খালেদা জিয়াসহ গ্রেফতার নেতা-কর্মীদের মুক্তিসহ ১০ দফা দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে দিনাজপুরে এই মানববন্ধন পালন করে।শনিবার (১১ মার্চ-২০২৩) সকাল ১১ টা থেকে বেলা সাড়ে ১২ টা পর্যন্ত দিনাজপুর শহরের নিমতলা মুন্সিপাড়া এলাকায় এই মানব বন্ধন কর্মসূচি পালন করা হয়।দিনাজপুর জেলা বিএনপি’র সভাপতি অ্যাডভোকেট মোফাজ্জল হোসেন দুলাল এর সভাপতিত্বে মানব বন্ধনে প্রধান অতিথির বক্তব্য রাখেন, বিএনপি’র কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম মহাসচিব হাবিব-উন-নবী খান সোহেল।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন, বিএনপি’র রংপুর বিভাগীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক দিনাজপুর পৌরসভার সৈয়দ জাহাঙ্গীর আলম।অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক বখতিয়ার আহমেদ কচি, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আলহাজ্ব আখতারুজ্জামান মিঞা, বেগম খালেদা জিয়ার সাবেক বিশেষ সহকারী এম এ জলিল।

আরো বক্তব্য রাখেন, জেলা বিএনপি’র সিনিয়র সহ-সভাপতি মোঃ মোকাররম হোসেন, সহসভাপতি খালেকুজ্জামান বাবু, আলহাজ্ব মাহবুব আহমেদ, ফুলবাড়ী উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও জেলা বিএনপির উপদেষ্টা পরিষদের সদস্য অধ্যক্ষ খুরশিদ আলম মতি প্রমূখ।

মানব বন্ধনে বিএনপি’র কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মোঃ মকশেদ আলী মঙ্গলিয়া, জেলা বিএনপি’র সহ-সভাপতি মোজাহারুল ইসলাম, জেলা বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল, মহিলা দল, কৃষকদল, তাঁতীদল, জাসাসসহ জেলার ১৩টি উপজেলা ও ৯টি পৌরসভাসহ ২২টি সাংগঠনিক ইউনিটের বিএনপি ও বিভিন্ন অঙ্গ সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতা-কর্মী অংশগ্রহণ করেন।

IPCS News : Dhaka : আব্দুস সালাম : দিনাজপুর।