সোমবার ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

সংবাদ শিরোনামঃ

দিনাজপুরে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

আপডেটঃ ২:২০ অপরাহ্ণ | অক্টোবর ১১, ২০২৩

নিউজ ডেস্কঃ

দিনাজপুর:- দিনাজপুরে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তি ও উন্নত চিকিৎসার জন্য বিদেশে প্রেরণের দাবিতে কেন্দ্রীয় কর্মস‚চির অংশ হিসেবে দিনাজপুর এই বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।সোমবার (৯ অক্টোবর-২০২৩) বিকেল ৩টায় জেল রোডস্থ দলীয় কার্যালয়ের সামনে অনুষ্ঠিত সমাবেশে সভাপতিত্ব করেন দিনাজপুর জেলা বিএনপির সভাপতি এ্যাড. মোফাজ্জল হোসেন দুলাল।

জেলা বিএনপির সাধারণ সম্পাদক বখতিয়ার আহমেদ কচির সঞ্চালনায় সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন, বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ সাংগঠনিক সম্পাদক (রংপুর বিভাগ) ও দিনাজপুর পৌরসভার মেয়র সৈয়দ জাহাঙ্গীর আলম।

সমাবেশে বক্তব্য রাখেন, জেলা বিএনপি’র কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য সাবেক এমপি আলহাজ্ব আখতারুজ্জামান মিঞা, জেলা বিএনপি’র সিনিয়র সহ-সভাপতি মো. মোকাররম হোসেন, সহ-সভাপতি মো. খালেকুজ্জামান বাবু, আলহাজ্ব মাহবুব আহমেদ, আলহাজ্ব মো. আবু বকর সিদ্দিক, আলহাজ্ব সোলায়মান মোল্লা, মোজাহারুল ইসলাম, মো. নাওশাদ আলী, মো. মঞ্জুরুল ইসলাম মঞ্জু।

আরো বক্তব্য রাখেন, জেলা বিএনপির যুগ্ম সম্পাদক ও সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মুরাদ আহমেদ, জেলা বিএনপির যুগ্ম সম্পাদক আ ন ম বজলুর রশিদ কালু, সাংগঠনিক সম্পাদক হাসনাহেনা চৌধুরি হীরা, আমিনুল ইসলাম মুন্না,মো. আনিসুর রহমান বাদশা, দিনাজপুর পৌর বিএনপির সাধারণ সম্পাদক মহিউদ্দিন মন্ডল বকুল, জেলা মহিলাদলের সাধারণ সম্পাদক ও দিনাজপুর কাউন্সিলর শাহিন সুলতানা বিউটি, জেলা যুবদলের সভাপতি আব্দুল মোন্নাফ মুকুল প্রমুখ।

সমাবেশ বক্তারা বলেন, বেগম জিয়া সাবেক প্রধানমন্ত্রী মুক্তিযোদ্ধার স্ত্রী।তাঁকে উন্নত চিকিৎসার বিদেশে পাঠানো জরুরি।বক্তারা অবিলম্বে বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি ও উন্নত চিকিৎসার বিদেশে প্রেরণের ব্যবস্থা গ্রহণের জন্য সরকারের প্রতি আহ্বান জানান।

সমাবেশে জেলা বিএনপির সম্পাদক মন্ডলীর সদস্যবৃন্দ, সদর উপজেলা বিএনপি পৌর বিএনপি যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল, শ্রমিকদল, কৃষক দল, তাঁতীদলসহ বিএনপি বিভিন্ন অঙ্গসহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করে।

IPCS News : আব্দুস সালাম : দিনাজপুর।