দিনাজপুরে বানিজ্য মেলার উদ্বোধন করলেন জাতীয়সংসদের হুইপ ইকবালুর রহিম এমপি
আপডেটঃ ৮:৪২ অপরাহ্ণ | মে ২৯, ২০২২
নিউজ ডেস্কঃ
দিনাজপুর:- দিনাজপুরে ১৬তম বানিজ্য মেলা-২০২২এর উদ্বোধন করা হয়েছে।শুক্রবার (২৭ মে) সন্ধ্যা ৭টায় দিনাজপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি’র আয়োজনে স্থানীয় গোর-এ-শহীদ বড় ময়দানে প্রধান অতিথি হিসেবে ফিতা কেটে, বেলুন ফেষ্টুন ও কবুতর উড়িয়ে বাণিজ্য মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন বাংলাদেশ জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপি।মেলার উদ্বোধনী অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে হুইপ ইকবালুর রহিম এমপি বলেন, দিনাজপুর এখন চাল, আম ও লিচুর শহর নয়।দিনাজপুর এখন শিল্পনগরী ও অর্থনৈতিক অঞ্চল হিসেবে গড়ে উঠেছে।আইটি নগরী হিসেবে গড়ে উঠছে।ইতোমধ্যে শিক্ষা ও স্বাস্থ্য নগরীতে পরিণত হয়েছে।দিনাজপুরে অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠার পর ৩/৪ হাজার বেকার যুবকের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে।
শেখ কামাল আইটি নগরী প্রতিষ্ঠা হলে হাজার হাজার ছেলে-মেয়ে তথ্য প্রযুক্তির মাধ্যমে বিশ্বের সাথে সংযোগ স্থাপন করতে পারবে।নিজেদের আয় উপার্জনের সুযোগ বাড়বে।কারণ আমরা চাই আমাদের ছেলে-মেয়েরা অর্থনৈতিকভাবে আত্মনির্ভরশীল হিসেবে গড়ে উঠুক।
দিনাজপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি’র সভাপতি রেজা হুমায়ূন ফারুক চৌধুরী শামিম’র সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন দিনাজপুরের জেলা প্রশাসক খালেদ মোহাম্মদ জাকি, পুলিশ সুপার মোহাম্মদ আনোয়ার হোসেন বিপিএম, পিপিএম (বার)।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ১৬তম দিনাজপুর বাণিজ্য মেলার আহবায়ক ও দিনাজপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি’র পরিচালক প্রতাপ কুমার সাহা পানু, দিনাজপুর চেম্বারের সিনিয়র সহ-সভাপতি মোসাদ্দেক হোসেন চৌধুরী পাপ্পু প্রমূখ।
অনুষ্ঠানে দিনাজপুর অন্যান্য পরিচালক, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ইমদাদ সরকার, শহর আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি মোঃ রায়হান কবীর সোহাগ, সাধারণ সম্পাদক এসএম খালেকুজ্জামান রাজু, বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী, সাংবাদিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের ব্যক্তিবর্গ, স্থানীয় জনপ্রতিনিধি, ব্যবসায়ি নেতৃবৃন্দসহ বিপুল সংখ্যক দর্শক অতিথি উপস্থিত ছিলেন।
মেলার উদ্বোধন শেষে প্রধান অতিথি জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপি অন্যান্য অতিথি ও মেলার আয়োজকদের সাথে নিয়ে মেলার বিভিন্ন স্টল ঘুরে দেখেন।
উল্লেখ্য, মাসব্যাপী ১৬তম দিনাজপুর বানিজ্য মেলায় কুটিরশিল্প, হস্তশিল্প, তথ্য প্রযুক্তির স্টলসহ বিভিন্ন ধরনের প্রায় ২শতাধিক স্টল অংশগ্রহণ করেছে।
উদ্বোধন শেষে মন্তা ডেকোরেশনের আয়োজনে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করা হয়।
IPCS News : Dhaka : মাহবুবুল হক খান : দিনাজপুর।