সোমবার ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

সংবাদ শিরোনামঃ

দিনাজপুরে বটতলী শীবরামপুর এলাকার গুচ্ছ গ্রামের একটি বাড়িতে অগ্নিকান্ড

আপডেটঃ ৬:২৭ অপরাহ্ণ | জুন ০৩, ২০২৩

নিউজ ডেস্কঃ

দিনাজপুরে:- শুক্রবার ২ জুন ২০২৩ ১ নং চেহেলগাজী ইউনিয়নের পশ্চিম শীবরামপুর এলাকায় আনুমানিক সকাল ১১ টার সময় গ্রামের লোকজন ও প্রতিবেশীরা হঠাৎ দেখতে পান যে, বাড়ির ভেতর থেকে ধোঁয়া বেরিয়ে আসছে।কাছে গিয়ে তারা বুঝতে পারেন যে বাড়িটিতে আগুন ধরেছে।আগুন দেখতে পেয়ে পানি দিয়ে আগুন নেভানোর চেষ্টা করে প্রতিবেশীরা।এ সময় বাড়ির মালিক উপস্থিত ছিলেন না।তালাবদ্ধ ছিল বাড়িটি।প্রতিবেশী মানুয়েল কিস্কু বলেন, আগুন দ্রুত ছড়িয়ে পড়ায় আমরা প্রতিবেশীরা অনেকটা অসহায় ছিলাম।সাংবাদিক ইউনিয়ন দিনাজপুরের সহ সাধারণ সম্পাদক আব্দুস সালাম দিনাজপুর পল্লি বিদ্যুৎ অফিসকে মুঠোফোনে জানালে, আগুন নেভানোর কাজে লেগে পড়েন স্থানীয়রা।এ প্রতিনিধি বলেন, খবর পেয়ে বিদ্যুৎ অফিস ও ফায়ার সার্ভিসকে আগুনের বিষয়টি জানাই।

দিনাজপুর ফায়ার সার্ভিসের কর্মকর্তা ইন্সপেক্টর আব্দুল মালেক বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনা হয়।প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটেছে।তবে এঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

আগুন লাগার খবর পেয়ে দ্রুত ছুটে আসেন বাড়ির মালিক সাইফুদ্দিন এসে দেখতে পান যে তার বাড়ি পুরে ছাই হয়ে গেছে।ক্ষয়ক্ষতির পরিমাণ জানতে চাওয়া হলে বাড়ির মালিক জানান, প্রায় ২ লক্ষাধিক টাকার মালামাল পুড়ে গেছে শুধু বাড়ির ভেতরে থাকা আমার ২ টি গরু বেচে গেছে।

IPCS News : Dhaka : আব্দুস সালাম : দিনাজপুর।