দিনাজপুরে ফিজিও ফিটনেস সেন্টার উদ্বোধন
আপডেটঃ ১১:১৬ পূর্বাহ্ণ | ফেব্রুয়ারি ২০, ২০২৩
নিউজ ডেস্কঃ
দিনাজপুর:- ব্যায়াম এমনি এক জিনিস যা প্রতিটি মানুষের জন্য প্রযোজ্য এতে করে বাতের ব্যাথা,মাংস পেশীর বিভিন্ন ব্যাথা,বাচ্চাদের ডিভাইস এডিকসন, সৃজনশীলতা বাড়াতে এবং ব্যাথা মুক্ত সুস্থ শরীর গঠনে সহায়ক জাতীয় আন্তর্জাতিক খ্যাতনামা জিমন্যাস্ট দ্বারা পরিচালীত ফিজিও ফিটনেস সেন্টার, এখান থেকেই সেবা পাবে দিনাজপুর বাসীরা।গতকাল রবিবার ১৯ ফেব্রুয়ারি বিকেল ৪ টায় ঈদগাহ্ আ/এ (জেলা সশস্ত্র বাহিনী বোর্ড সংলগ্ন) দিনাজপুরে ফিজিও ফিটনেস সেন্টার এর উদ্বোধন অনুষ্ঠান ও দোয়া খায়ের এর আয়োজন করা হয়।ফজলে রাব্বী তুষার এর সভাপতিত্বে ও মোঃ নূর ইসলাম নয়ন এর সঞ্চালনায় দিনাজপুরে ফিজিও ফিটনেস সেন্টার উদ্বোধন করেন বীর মুক্তিযোদ্ধা, জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি, জাতীয় ক্রীড়া লেখক রাষ্ট্রীয় পুরস্কার প্রাপ্ত,জিমন্যাস্টিক কোচ মোঃ আজিজুর রহমান।
এসময় উপস্থিত ছিলেন এন টি আই পলিটিক্স টিভির বার্তা-সম্পাদক মোঃ ইসমাইল হোসেন, আব্দুল কাদের পাইলট, মীর মোস্তাফিজুর রহমান দুলাল, মোঃ রেজানুর রহমান, আনোয়ারুল কাদের জুয়েল, মোঃ ফয়সাল আজিজ চঞ্চল, আফতাব আলম বাবু, জারজেসুর রহমান,মোঃ খলিল শাহ্, মোঃ মোস্তাফিজুর রহমান চৌধুরী ইজদানী, এ এইচ এম কামাল প্রধান পাভেল,মোঃ মাহমুদুন নবী চৌধুরী, মোঃ সাইফুল কাদির।
আরও উপস্থিত ছিলেন জিমন্যাস্ট রওশন আরা ছবি, হাজেরা খাতুন, রুমানা ইয়াসমিন লুনা, আজমেরী সুলতানা,শাম্মী হোসেন পান্না, সোহেল রানা, আসলাম হোসেন, মোস্তাফিজুর রহমান বাবলু, কামরুজ্জামান বিপ্লব, রেজয়ানুল মজুমদার রুবেল, সাদেকুর রতন সহ আরো অনেকে।এছাড়া বিভিন্ন এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।বিশেষ মোনাজাত ও সবার সুস্বাস্থ্য কামনা করে বিকেল ৫ টায় অনুষ্ঠানের সমাপ্তি হয়।
IPCS News : Dhaka : আব্দুস সালাম : দিনাজপুর।