সোমবার ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

সংবাদ শিরোনামঃ

দিনাজপুরে ফারইস্টের ব্যবসা পর্যালোচনা ও উন্নয়ন সভা অনুষ্ঠিত

আপডেটঃ ১২:০৩ অপরাহ্ণ | জুন ২৮, ২০২২

নিউজ ডেস্কঃ

দিনাজপুর:- দিনাজপুরে ফারইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের ব্যবসা পর্যালোচনা ও উন্নয়ন সভা ২০২২ অনুষ্ঠিত হয়েছে।সোমবার (২৭ জুন) সকাল ১০টায় দিনাজপুর শহরের জেল রোডস্থ স্থানীয় একটি রেস্টুরেন্টে অনুষ্ঠিত ব্যবসা পর্যালোচনা ও উন্নয়ন সভায় সভাপতিত্ব করেন কোম্পানীর ভিপি এন্ড দিনাজপুর সার্ভিস সেন্টার ইনচার্জ (একক) কাজী মোঃ ইসরাফিল।প্রধান অতিথির বক্তব্য রাখেন কোম্পানির প্রধান এসইভিপি এন্ড ইনচার্জ ওয়েস্টার্ন রিজিওন (প্রধান কার্যালয়) মু. বেলায়েত হোসেন ভুঁঞা।প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন কোম্পানীর ইভিপি এন্ড রংপুর ডিভিশন ইনচার্জ (একক) মুহাম্মদ আবদুল মান্নান।বিশেষ অতিথির বক্তব্য রাখেন কোম্পানীর জেএসভিপি  এন্ড ইনচার্জ (সাবী) রংপুর ডিভিশন মোহাম্মাদ সাধন মিঞা, এভিপি এন্ড দিনাজপুর সার্ভিস সেন্টার ইনচার্জ (সাবী) মোঃ আব্দুর রউফ।

কোম্পানীর বিসি ও বিরামপুর জোন ইনচার্জ মোঃ তাজ উদ্দীন’র সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন কোম্পানীর বিসি ও পঞ্চগড় জোন ইনচার্জ মোছাঃ পারভীন  আক্তার, কোম্পানীর বিসি বীরগঞ্জ সাংগঠনিক অফিস ইনচার্জ মোঃ মোয়াজ্জেম হোসেন খান, কেম্পানীর বিসি  বিরল সাংগঠনিক অফিস ইনচার্জ (সাবী) মোছাঃ সেলিনা বেগম, ফুলবাড়ী সাংগঠনিক অফিস ইনচার্জ (সাবী) মোঃ আব্দুল বারী, কোম্পানীর বিসি দিনাজপুর ইষ্ট সাংগঠনিক অফিস ইনচার্জ মোছাঃ হাসিনা বেগম, কোম্পানীর বিসিমোঃ ইয়াকব আলী প্রমূখ।

এর আগে অনুষ্ঠানের প্রধান অতিথি, প্রধান আলোচক ও বিশেষ অতিথিবৃন্দ অনুষ্ঠানস্থলে এসে পৌঁছলে তাদেরকে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানানো হয়।অনুষ্ঠানে দিনাজপুর, ঠাকুরগাঁও ও পঞ্চগড় জেলার বিভিন্ন জোন এবং সাংগঠনিক অফিস   ইনচার্জবৃন্দ অংশগ্রহণ করেন।

IPCS News : Dhaka : মাহবুবুল হক খান : দিনাজপুর।