সোমবার ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

সংবাদ শিরোনামঃ

দিনাজপুরে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে জেলা যুবদলের উদ্যোগে রক্তদান কর্মসূচি ও আলোচনা সভা অনুষ্ঠিত

আপডেটঃ ১১:৩৫ পূর্বাহ্ণ | অক্টোবর ২৯, ২০২৪

নিউজ ডেস্কঃ

দিনাজপুর:- বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল-এর ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে দিনাজপুরে বিভিন্ন কর্মসূচি পালন করেছে জেলা যুবদল।এসব কর্মসূচির মধ্যে ছিল রক্তদান কর্মসূচি, বৃক্ষরোপণ ও দোয়া মাহফিল।সোমবার (২৮ অক্টোবর ২০২৪) বেলা ১২টায় শহরের বালুবাড়ীস্থ মরহুম তৈয়বা বেগমের বাসভবন প্রাঙ্গণে দিনাজপুর জেলা যুবদলের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও দিনাজপুর জেলা মুক্তিযোদ্ধা দলের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. মকশেদ আলী মঙ্গলিয়া।অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহ-সভাপতি মো. আখতারুজ্জামান জুয়েল, সাংগঠনিক সম্পাদক হাসনাহেনা চৌধুরি হীরা।দিনাজপুর জেলা যুবদলের সহ-সভাপতি মো. মনজুর আহমেদ জুয়েল-এর সভাপতিত্বে অনুষ্ঠানে জেলা যুবদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মো. সোহেল নিশাত, সহ-সভাপতি মো. রায়হান আলী খান তাজ, মঞ্জুর মোর্শেদ সুমন, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. রাসেল আলী চৌধুরি লিমন ও জেলা ছাত্রদলের সভাপতি মো. রুবেল ইসলাম।

এছাড়াও জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক মাসুদ রানা, যুবদল নেতা মর্শেদ চৌধুরি এলিনসহ বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল, (মহিলাদল) ও বিএনপির বিভিন্ন অঙ্গসহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী উপস্থিত ছিলেন।আলোচনা সভা শেষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

পরে অনুষ্ঠানের প্রধান অতিথি অন্যান্য অতিথিদের সাথে নিয়ে রক্তদান কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন।রক্তদান কর্মসূচিতে ২৫ ব্যাগ রক্ত সংগ্রহ করা হয়।সবশেষে শহরের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ ও ওষধি গাছের শতাধিক চারা বিতরণ করা হয়।

রক্তদান কর্মসূচির সার্বিক সহযোগিতায় ছিলেন দিনাজপুর জেলা ড্যাবের সদস্য ডা. মো. নুর আলম ও দিনাজপুর মেডিকেল কলেজ ছাত্রদল সভাপতি ডা. মো. নুর জামান।

IPCS News : Dhaka : আব্দুস সালাম : দিনাজপুর।