দিনাজপুরে পাওনা টাকা চাইতে গিয়ে বিপাকে পাওনাদার
আপডেটঃ ১:৩২ অপরাহ্ণ | জানুয়ারি ২৭, ২০২৫

নিউজ ডেস্কঃ
দিনাজপুর:- পাওনা টাকা চাইতে গিয়ে বিপাকে পাওনাদার, দিনাজপুর পৌরসভাধীন (উপশহর খেরপট্টি) এলাকার বাসিন্দা মৃত আব্দুল খালেকের পুত্র মকছেদ আলীসহ তার পরিবারকে হুমকি দিয়েই চলেছেন অভিযুক্ত মো. সাইফুল ইসলাম।বলেছেন, বেশি বাড়াবাড়ি করলে সেনাবাহিনী ও পুলিশকে দিয়ে রাজনৈতিক মামলাসহ বিভিন্ন মামলায় জড়িয়ে দিবো।এছাড়াও প্রাণ নাশের হুমকি অব্যাহত রেখেছেন।
ঘটনার বিবরনে যানাযায়, দিনাজপুর বিরল উপজেলার (নোনা গ্রাম) এলাকার বাসিন্দা মোঃ তরিকুল ইসলামের পুত্র মোঃ সাইফুল ইসলামের বিরুদ্ধে কর্জ নেওয়া অর্থ পরিশোধে বিলম্ব এবং টালবাহানার অভিযোগে (পর-পর ৩টি) লিগ্যাল নোটিশ ইস্যু করা হয়েছে।অভিযোগটি করেছেন মোঃ মকছেদ আলী, তিনি নোটিশের মাধ্যমে মোট ২২ লাখ টাকার পাওনা দ্রুত পরিশোধের দাবি জানিয়েছেন।লিগ্যাল নোটিশে উল্লেখ করা হয়, মকছেদ আলী এবং অভিযুক্ত ব্যক্তি পূর্ব পরিচিত এবং সুসম্পর্কের ভিত্তিতে মকছেদ আলী অভিযুক্ত ব্যক্তিকে তার সাংসারিক প্রয়োজনে ২২ লাখ টাকা ঋণ হিসেবে প্রদান করেন।২০২৩ সালের ১ জুন সাক্ষীদের উপস্থিতিতে এই অর্থ প্রদান করা হয় এবং ৩০০ টাকার নন-জুডিশিয়াল ¯ট্যাম্পে (৩টি) হ্যান্ডনোট বা কর্জনামা তৈরি করা হয়, যা নোটারি পাবলিকের মাধ্যমে নথিভুক্ত হয়।
অভিযোগে আরও বলা হয়, ঋণদাতা মকছেদ আলী বারবার অর্থ ফেরত চাইলে অভিযুক্ত ব্যক্তি সময়ক্ষেপণ এবং টালবাহানা করেন।নোটিশে উল্লেখ করা হয়, এই লিগ্যাল নোটিশ প্রাপ্তির ১০ দিনের মধ্যে পাওনা অর্থ ফেরত দেওয়া না হলে অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে ফৌজদারি এবং দেওয়ানি আদালতে মামলা দায়ের করা হবে।এ বিষয়ে অভিযুক্ত ব্যক্তি মোঃ সাইফুল ইসলামের নিকট জানতে চাওয়া হলে কোনো মন্তব্য পাওয়া যায়নি।ঘটনাটি বর্তমানে আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে।
IPCS News : Dhaka : আব্দুস সালাম : দিনাজপুর।