সোমবার ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

সংবাদ শিরোনামঃ

দিনাজপুরে নিজ ঘর থেকে দম্পতির ঝুলন্ত লাশ উদ্ধার

আপডেটঃ ১১:৩২ পূর্বাহ্ণ | জানুয়ারি ০৮, ২০২৩

নিউজ ডেস্কঃ

দিনাজপুর:- দিনাজপুরে নিজ ঘরে থেকে এক দম্পতির লাশ উদ্ধার করেছে কোতয়ালী থানা পুলিশ।শুক্রবার (৬ জানুয়ারী-২০২৩) দিনাজপুর শহরের মুন্সিপাড়াস্থ লুৎফুন্নেছা টাওয়ার অ্যান্ড শপিং কমপ্লেক্সের দক্ষিণ পাশের একটি ভাড়া বাসা থেকে মজিবর রহমান (৬৫) ও সুরাইয়া বেগম (৪৫) নামে স্বামী-স্ত্রীর লাশ উদ্ধার করে পুলিশ।

শুক্রবার সকালে ওই দম্পতির লাশ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশে খবর দেয়।খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য যশোরে আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।নিহত নিহত মজিবর শহরের পশ্চিম বালুয়াডাঙ্গার রহিম উদ্দিন আহমেদের ছেলে।দিনাজপুর কোতোয়ালি থানার এসআই ঈমান আলী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, তারা দু’জন সম্পর্কে স্বামী-স্ত্রী।

স্বামী ফাঁসিতে ঝুলন্ত অবস্থায় ছিল।স্ত্রীর মাথায় আঘাতের চিহ্ন রয়েছে।এ ব্যাপারে দিনাজপুর কোতয়ালী থানায় একটি হত্যা মামলা ও একটি ইউডি মামলা দায়ের করা হয়েছে।ময়নাতদন্ত শেষে নিহতদের লাশ পরিবারের সদস্যের নিকট হস্তান্তর করা হবে।

IPCS News : Dhaka : আব্দুস সালাম : দিনাজপুর।