সোমবার ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

সংবাদ শিরোনামঃ

দিনাজপুরে দাঁড়িয়ে থাকা ট্রাকে আগুন

আপডেটঃ ১২:২৮ অপরাহ্ণ | নভেম্বর ১৪, ২০২৩

নিউজ ডেস্কঃ

দিনাজপুর:- দিনাজপুর শহরে দাঁড়িয়ে থাকা ভুট্টা বোঝাই একটি ট্রাকে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।এতে ট্রাকের সামনের কেবিনটি পুড়িয়ে গেছে।সোমবার (১৩ নভেম্বর) ভোর ৫টার দিকে শহরের দিনাজপুর এম আব্দুর রহিম মেডিক্যাল কলেজের পাশে আনন্দসাগর এলাকায় এই ঘটনা ঘটে।জানা গেছে, আনন্দসাগর মুক্তিযোদ্ধা পল্লি এলাকার বাসিন্দা গুলজার হোসেনের ট্রাক (ঢাকা মেট্রো ট-১৩-২৮৯৯) রবিবার রাতে আনন্দসাগর এলাকায় রাস্তার পাশে ভুট্টা বোঝাই করে পার্কিং করে রেখেছিলেন।সোমবার ভোরে অজ্ঞাত দুর্বৃত্তরা ট্রাকটিতে আগুন লাগিয়ে পালিয়ে যায়।খবর পেয়ে কোতোয়ালি থানা পুলিশ ও দিনাজপুর ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন।

আগুনে ট্রাকটির সামনের কেবিনের অংশ পুড়লেও কেউ হতাহত হয়নি।দিনাজপুর সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শেখ জিন্নাহ আল মামুন বলেন, ভোরে একটি ভুট্টা বোঝাই করা ট্রাকে দুর্বৃত্তরা আগুন দিয়েছে।তাদের আইনের আওতায় আনার বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।আমরা তদন্ত কার্যক্রম শুরু করেছি।

IPCS News : Dhaka : আব্দুস সালাম : দিনাজপুর।