দিনাজপুরে তেভাগা পরিষদ তেভাগা দিবস উপলক্ষে ২ দিন ব্যাপী বিশাল কর্মসূচী গ্রহন করেছে
আপডেটঃ ৯:৩০ অপরাহ্ণ | জানুয়ারি ০২, ২০২৩
নিউজ ডেস্কঃ
দিনাজপুর:-“তেভাগার চেতনা ভুলিনাই-ভুলবনা” এই স্লোগানকে সামনে রেখে প্রতিবারের মতো এবারেও দিনাজপুর তেভাগা পরিষদ ২ দিন ব্যাপী তেভাগা দিবস-২০২৩ উদযাপনের জন্য ব্যাপক কর্মসূচী গ্রহন করেছে।৩ জানুয়ারী মঙ্গলবার দিনাজপুর নাট্য সমিতির মঞ্চে সাড়ে ৬ টায় আলোচনা সভা, রাত ৮ টায় সাংষ্কৃতিক অনুষ্ঠান এবং ৪ জানুয়ারী চিরিরবন্দর উপজেলায় তালপুকুর বাজিতপুর তেভাগা স্মৃতিসৌধে পুষ্পাঞ্জলি অর্পণ।তেভাগা পরিষদ দিনাজপুরের আহবায়ক আবুল কালাম আজাদ ও সদস্য সচিব এ্যাডঃ মোঃ রেয়াজুল ইসলাম রাজু বলেন, দিনাজপুরের ঐতিহাসিক গর্ব হলো তেভাগা আন্দোলন।“জান দেবো তবুও ধান দেব না” এই স্বোচ্চার স্লোগান দিয়ে একসময় কৃষক ক্ষেত-মজুর জনতার অধিকার প্রতিষ্ঠার লড়াইয়ে শহীদ হয়েছিল অনেক কৃষক চিরির-বন্দর উপজেলায় তালপুকুর বাজিতপুরে।তাদের স্মৃতি ধরে রাখতে এবং আমাদের প্রজন্মদের তাদের প্রকৃত ইতিহাস জানাতে এই দিবস পালন করা হয়।
IPCS News : Dhaka : আব্দুস সালাম : দিনাজপুর।